Breaking News

‘বেআইনিভাবে তৈরি হলে বাড়ি ভাঙা পড়বেই’,অর্পিতার বাড়ি নিয়ে তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অর্পিতা মুখোপাধ্যায়ের কসবার ‘ইচ্ছে’ নামের বাড়িটি নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম | কলকাতার কসবার রাজডাঙা মেইন রোডের উপর ওই বাড়িটি তৈরির পর অর্পিতা মুখোপাধ্যায় কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে | এবার সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ মেয়রের | অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের | অর্পিতা মুখোপাধ্যায়ের ওই বাড়িটি ঘিরে অবৈধভাবে নির্মাণ এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে|বাড়িটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হতো বলে অভিযোগ | বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলেও বাড়িটির কর দেওয়া হয়েছে সাধারণ বাড়ি হিসেবেই | এই গোটা বিষয়টি নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম | ৯৫ নম্বর রাজডাঙা মেন রোড | এখানে তিনটি প্লট রয়েছে| পুরসভার কর রাজস্ব খাতার তালিকা অনুযায়ী ১০, ১১ এবং ১২ | কিন্তু ১১ নম্বর প্লটে ” ইচ্ছে” নামক বাড়িটি রয়েছে বলে পুরসভার খাতায় উল্লেখ রয়েছে | বাকি ১০ এবং ১২ নম্বর প্লটে বাড়ি থাকলেও পুরসভার খাতায় তা রয়েছে ফাঁকা জমি হিসেবে | এমনকি ১১ নম্বর প্লট, যেখানে বাড়ি ২ কাঠা ৯ ছটাকের উপর তৈরি, তার জন্য পুরসভাকে বার্ষিক কর দেওয়া হত ২,৩৫৬ টাকা | অথচ এই জায়গা থেকে পুরসভার কর পাওয়ার কথা ১ লক্ষ ৭৫ হাজার টাকার উপরে | কলকাতা পুরসভা এলাকায় দিনের পর দিন এত বড় বাড়ি তৈরি করে সেখানে প্রোডাকশন হাউস তৈরি করল! শুটিং ও বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হল! কলকাতা পুরসভার কর্তারা কিছুই জানতে পারলেন না? পার্থকাণ্ডে এবার স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *