প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালতের রায়ে বিপাকে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক | হাওড়ার পাঁচলায় লক্ষ লক্ষ টাকা সমেত গ্রেফতার হওয়া বিধায়কদের আরজি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট | সিবিআই বা নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই মামলার তদন্তভার হস্তান্তর নিয়ে তাঁরা যে আর্জি জানিয়েছিলেন খারিজ করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য | পাশাপাশি তদন্তের উপর স্থগিতাদেশের আরজিও প্রত্যাখ্যান করল আদালত | বিচারপতি জানান, নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সঙ্গে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে সিআইডি | বুধবার জরুরি ভিত্তিতে ঝাড়খণ্ডের ধৃত তিন বিধায়কের আর্জি শুনেছিল আদালত | কোর্টের কাছে তাঁদের আবেদন ছিল, অবিলম্বে সিআইডি তদন্তে স্থগিতাদেশ দেওয়া হোক | প্রয়োজনে সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হোক তদন্তভার | মামলাকারীদের দাবি, রাজনৈতিক ভাবে তদন্তকে প্রভাবিত করা হচ্ছে | ইতিমধ্যেই রাজনীতির রং লাগানো শুরু হয়ে গিয়েছে | এফআইআরের কপিও দেওয়া হচ্ছে না | রাজ্য পুলিশের ওয়েবসাইটেও তা আপলোড করা হয়নি | মামলাকারীদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং অয়ন ভট্টাচার্যের বক্তব্য, হিসাব বহির্ভূত টাকা থাকায় কালো টাকা আইন এবং আয়কর আইনের আওতায় পদক্ষেপ করা হোক | সিআইডির এই ঘটনার তদন্ত করার কোনও অধিকার নেই | এর প্রেক্ষিতে বৃহস্পতিবারের শুনানিতে সরকারি আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কখনওই ঠিক করে দিতে পারেন না, কোন তদন্তকারী সংস্থা তদন্ত করবে | সরকারপক্ষের সওয়ালের পর আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক নেতাদের মন্তব্যকে হাতিয়ার করে তদন্তভার হস্তান্তরের যে আবেদন করা হয়েছে, সেখানে পর্যাপ্ত যুক্তি নেই | বিচারপতি ভট্টাচার্যের নির্দেশ, ধৃত তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে নগদ অর্থ উদ্ধারের তদন্ত করবে সিআইডি-ই| অন্য কোনও তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়া হবে না | রাজ্য পুলিশের তদন্তে এখনই হস্তক্ষেপ করবে না আদালত | গত শনিবার অর্থাৎ ৩০ জুলাই রাতে হাওড়ার পাঁচলার কাছে ঝাড়খণ্ডের গাড়িতে তল্লাশি চালিয়ে রাজ্য পুলিশ লক্ষাধিক টাকা উদ্ধার করে | ওই গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক | তাঁরা কেন সেই টাকা নিয়ে এসেছিলেন, কোথায় যাচ্ছিলেন, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত করছে সিআইডি | সেই তদন্তেই স্থগিতাদেশের আর্জি জানান তিন বিধায়ক | হাইকোর্ট তা খারিজ করায় আরও বিপাকে পড়লেন তাঁরা |