Breaking News

রাজ্যের পুরস্কার প্রত্যাখ্যান!এবার নোবেলজয়ী অমর্ত্য সেনকে মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার দিচ্ছে সিপিএম

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন | সম্প্রতি রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন অমর্ত্য সেন| তবে সিপিএমের তরফে দেওয়া এই পুরস্কার অর্মত্য সেন গ্রহণ করছেন | শুক্রবার নোবেলজয়ীর তরফে এই পুরস্কার গ্রহণ করবেন প্রতীচী ইনস্টিটিউটের ডিরেক্টর মানবী মজুমদার | বর্তমানে অর্মত্য সেন বিদেশে রয়েছেন | তাই সশরীরে তিনি উপস্থিত থাকতে পারবেন না | তাঁর হয়ে পুরস্কার নেবেন মানবী মজুমদার।ভারতে কমিউনিস্ট পার্টি তৈরির অন্যতম কারিগর ছিলেন মুজফফর আহমেদ | বাম রাজনীতিতে যিনি কাকাবাবু নামেই পরিচিত | শুক্রবার তাঁর জন্মদিন| প্রতিবছর এই দিনে মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার দেয় | সিপিএমই এটি পরিচালনা করে |দীর্ঘদিন এই ট্রাস্টের সভাপতি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | এবার বিশেষ সম্মান সূচক পুরস্কার দেওয়া হচ্ছে অমর্ত্য সেনকে | তাঁর ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বইটির জন্য সম্মানিত করা হবে অমর্ত্য সেনকে | সিপিএমের সম্মান গ্রহণের বিষয়ে সম্মতি দিয়েছেন অমর্ত্য কন্যা অন্তরা দেব সেনও | শুক্রবার বিকেলে এই কর্মসূচি হবে | এই পুরস্কারে মানপত্র ছাড়াও ১০ হাজার টাকার চেক দেওয়া হয় প্রাপককে | অর্মত্য সেনের যে বইটির জন্য এই পুরস্কার দিচ্ছে মুজফফর আহমেদ ট্রাস্ট সেই বই অর্থাৎ ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: এ মেমোয়ার’ নিয়ে পুরস্কার কমিটি জানিয়েছে, মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচারের বর্ণনা-সহ ভারতীয় জীবনে সাম্প্রদায়িকতার ভূমিকা তথা অবদানের কথা রয়েছে ওই বইতে রয়েছে | এই কমিটি ২০১৪ সালে ইতিহাসবিদ অমলেন্দু দে’কে মরণোত্তর মুজফফর আহমেদ স্মৃতি পুরস্কার দিয়েছিল | অমলেন্দু দে’র লেখা ঐতিহাসিক গ্রন্থ –‘সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে বইয়ের জন্য এই পুরস্কার দেয় মুজফফর আহমেদ ট্রাস্ট | পর্যবেক্ষকদের অনেকের ধারণা, রাজ্য সরকারের সম্মান ফেরানোর পরেই হয়তো কৌশলে সিপিএম তথা কাকাবাবু ট্রাস্ট অমর্ত্য সেনকে বিশেষ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেয় | এটা ধারণা নির্মাণের কৌশল বলেও মত অনেকের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *