দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্বাধীনতা দিবসে রাজ্য সরকারের এবার বিশেষ চমক | দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি প্রদানের বিষয়টিকে রাজ্য সরকার এবার রেড রোডে আসন্ন স্বাধীনতা দিবসের কুচকাওয়াজেও তুলে ধরবে | এই বিষয়টিকে সামনে রেখে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর একটি ট্যাবলো তৈরির কাজ শুরু করেছে বলে ওই দফতর সূত্রে জানা গেছে | দুর্গা প্রতিমা, ঢাকি, ধুনুচি নাচের মত পুজোর আঙ্গিক সেই ট্যাবলোটিতে ফুটিয়ে তোলা হচ্ছে | রেড রোড জুড়ে থাকবে দুর্গাপুজোর ট্যাবলো | একদিকে যেমন ঐতিহ্য- সংস্কৃতি তুলে ধরা হবে তেমনই তুলে ধরা হবে কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত আর্থ সামাজিক প্রকল্পগুলি | ইতিমধ্যেই বিভিন্ন ট্যাবলো সাজানোর এই কাজ শুরু করে দিয়েছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর, সমাজকল্যাণ দফতর, উচ্চ শিক্ষা দফতর | রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যকেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ফুটিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে | সমাজ কল্যাণ দফতর কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে তুলে ধরে নিজেদের ট্যাবলো সাজাচ্ছে | উচ্চশিক্ষা দফতরের ট্যাবলোতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে | সেই সঙ্গেই একটি ট্যাবলো থাকবে ‘শ্রদ্ধাঞ্জলি’ নামে | এই ট্যাবলোর মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত ৩ বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে | তুলে ধরা হবে লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ির জীবন এবং কৃতিত্ব | প্রসঙ্গত, বিগত দুবছর কোভিডের কারণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ছিল জৌলুসহীন | এবছর স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে রেড রোডের কুচকাওয়াজে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর |