প্রসেনজিৎ ধর, কলকাতা :- আলিপুর মহিলা সংশোধনাগারে সেলিব্রিটি হওয়ার সুবিধা পাচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায় | তাঁকে সাহায্য করতে এগিয়ে আসছেন সেলের অন্য বন্দিরা| তাঁর দু’টি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা, প্রচুর সোনা | হদিশ মিলেছে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তির| ইডি হেফাজতের পর আপাতত তিনি জেল হেফাজতে আছেন | আলিপুর জেলে ‘দিব্যি’ আছেন অর্পিতা | প্রথম দিনের পর থেকে খাচ্ছেন জেলের খাবারই| আর তাঁর সব কাজ করে দিচ্ছেন অন্য বন্দিরা | অভাব নেই ‘আতিথেয়তা’র | আলিপুর মহিলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, অর্পিতাকে জেলের ২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে | সেখানে আগে ৪০ জন বন্দি থাকতেন | তাদের মধ্যে আচরণ ভালো এমন ২০ জন বন্দিকে সেখানে রেখে বাকিদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে | ওই ২০ জন বন্দিই রীতিমতো অর্পিতার যত্ন আদ্দি করছেন| কেউ তাঁর চুল আঁচড়ে দিচ্ছেন তো কেউ এনে দিচ্ছেন খাবার| সিনেমার নায়িকা তাঁদের সঙ্গে একই জেলে বন্দি ভেবেই আহ্লাদে আটখানা অনেকে | এখানেই শেষ নয় | গতকাল জ্বরও এসেছিল অর্পিতার |জেল হাসপাতালের তরফে ওষুধ দেওয়া হয় তাঁকে | অসুস্থ অভিনেত্রীর দেখভালও করছেন অন্য বন্দিরা | যে ধরণের জীবনযাত্রায় তিনি অভ্যস্ত ছিলেন, সে কথা বিবেচনা করা তাঁকে ডিভিশন ওয়ান বন্দি হিসেবে গণ্য করার জন্য আদালতে আবেদনে জানানো হয়েছিল অর্পিতার আইনজীবীর তরফে | কিন্তু তা গ্রাহ্য হয়নি | ফলে জেলের সাধারণ জীবনযাত্রায় অনেকটাই সমস্যায় রয়েছেন তিনি, দাবি সূত্রের | সোমবার অর্পিতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ২ জন আইনজীবী | অর্পিতা তাঁদের কাছে জানতে চান, মায়ের দেখভাল কে করছে? কুকুরগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন | তাঁর নেইল আর্ট পার্লারের কর্মীদের বেতন দেওয়া নিয়েও উদ্বিগ্ন দেখায় তাঁকে |সঙ্গে তাঁরা জানিয়েছেন, জেলের খাবার মুখে রুচছে না অর্পিতার | জেলে মাছ, মাংস, ডিম কিচ্ছু দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি | রাতে রুটি দেওয়া নিয়েও আপত্তি তাঁর | জেলের তরফে জানানো হয়েছে যে সেখানে খাবারের নির্দিষ্ট তালিকা রয়েছে | সেই তালিকা অনুসারে খাবার দেওয়া হয় বন্দিদের | তবে জেলের জীবনযাত্রা পার্থ চট্টাপাধ্যায়ের মতো ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকেও পাঠক করে তুলেছে | বই চেয়েছেন তিনিও | সঙ্গে একটি পেন ও খাতা | আপাতত ১৮ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন অর্পিতা | ওই দিন আদালতে পেশ করলে জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবীরা |