Breaking News

গ্রেফতারির পরদিনই সিবিআই হেফাজতে ‘অসুস্থ’ অনুব্রত,কমান্ড হাসপাতালে চলে স্বাস্থ্য পরীক্ষা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিবিআই হেফাজতে ‘অসুস্থ’ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল | আদালতের নির্দেশ মতো নিজাম প্যালেসকে থেকে কেষ্টকে আনা হয় আলিপুর কমান্ড হাসপাতালে | ইমারজেন্সি বিভাগে এক ঘণ্টারও বেশি সময় ধরে চিকিৎসা হল তৃণমূল জেলা সভাপতির | শ্বাসকষ্ট, বুকে হালকা ব্যথা, স্লিপ অ্যাপনিয়া, মানসিক অবসাদ এবং ফিসচুলার সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের | কমান্ড হাসপাতালে তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে | মেডিক্যাল বোর্ডে রয়েছেন একজন শল্য চিকিৎসক, একজন কার্ডিওলজিস্ট এবং মেডিসিন বিভাগের চিকিৎসক | শুক্রবার তাঁর রক্তচাপ পরীক্ষা করে দেখা হয় | তাঁর রক্তচাপ ১৪০/৮৮ | এক্স রে, ইসিজি, থাইরয়েড, ভিটামিন, কোলেস্টেরল এবং পালমোনারি টেস্ট করা হয় তাঁর |সিবিআই সূত্রে খবর, এদিন সকাল থেকেই অনুব্রতকে জেরা করার পরিকল্পনা ছিল তদন্তকারীদের | কিন্তু দুপুরে খাওয়াদাওয়ার পর আচমকাই অসুস্থ বোধ করেন তিনি | শুরু হয় শ্বাসকষ্ট | শুধু তাই নয়, বুকের ব্যাথায় এতটাই কাহিল হয়ে পড়েন যে, কথা বলতে পারছিলেন না | সূত্রের খবর, সন্ধেয় জেরা করা হতে পারে অনুব্রতকে | সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশ্নমালাও তৈরি করা হয়ে গিয়েছে | গরুপাচারের জন্য কত টাকা পেতেন অনুব্রত? এনামুল হকের থেকে যে টাকা যেত সেটাও কি গরু পাচারের? এমনই নানা প্রশ্ন করা হতে পারে তাঁকে| সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে এবং প্রয়াত স্ত্রীর নামে একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে |ওই সম্পত্তিগুলির উৎসও খতিয়ে দেখা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *