দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেট্রোর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল পুরসভা। শহরের একাধিক অংশে মেট্রোরেলের কাজের জন্য ক্ষতি হয়েছে নিকাশি ব্যবস্থার। আর তাই মেট্রো রেলের থেকে ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করেছে কলকাতা পুরসভা।কলকাতা শহরে মেট্রোর কাজ করতে গিয়ে শহরের বিভিন্ন বাড়ি, দোকান বা বহুতলে ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন নয়। কয়েক মাস আগে বউবাজারে মেট্রোর কাজ চলাকালীন বহু বাড়ি ও দোকানে ফাটল ধরে আতঙ্ক তৈরি হয়েছিল। জীবন বাঁচাতে ঘর ছেড়েছিলেন স্থানীয় মানুষজন। এবার নির্মীয়মাণ জোকা–বিবাদি বাগ মেট্রো রুটে ডায়মন্ড হারবার রোডের ধারে অর্ডিন্যান্স ডিপো এলাকায় মেট্রোর কাজের জন্য নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠল। কলকাতা পুরসভা এবং মেট্রো রেলের প্রতিনিধিরা একযোগে ওই এলাকার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন। নিকাশি ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে মেট্রোর নির্মাণ কাজকেই দায়ী করেছে কলকাতা পুরসভার আধিকারিকরা। আর তাই ক্ষতি মেরামতির জন্য মেট্রো রেলের কাছে ৩৩ কোটি টাকা দাবি করেছেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা।প্রসঙ্গত, গত বুধবারই কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং, পুর কমিশনমার বিনোদ কুমার, নিকাশি বিভাগের ডিজি শান্তনু ঘোষ এবং অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেট্রোর নির্মাণকারী সংস্থা আরভিএনএল-এর আধিকারিকরা। সেখানেই শহরের একাধিক এলাকায় মেট্রোর নির্মাণকাজের জেরে ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যবস্থার প্রসঙ্গ উত্থাপন করা হয়। সূত্রের খবর, বৈঠকে স্থির হয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবে পুরসভা এবং মেট্রোর প্রতিনিধিরা। এরপর যৌথভাবে রিপোর্টের ভিত্তিতে মেরামতির কাজ শুরু হবে। আর এই মেরামতির জন্য ক্ষতিপূরণেরও আশ্বাস দেয় কলকাতা মেট্রো। সেই মর্মেই প্রথমে দুই পক্ষের প্রতিনিধিরা ডায়মন্ড হারবার রোডের ধারে অর্ডিন্যান্স ডিপো লাগোয়া এলাকা পরিদর্শন করেন।