প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ। দুঁদে বর্ষীয়ান আইনজীবী হিসেবেই পরিচিত তিনি। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক আইনজীবী। আইনজীবী অরুণাভ ঘোষের অভিযোগ, নির্দিষ্ট একটি বেঞ্চে শুনানি হচ্ছে না তালিকা মেনে। আরও অভিযোগ, শুধু কয়েকটা মামলাকে প্রধান্য দেওয়া হচ্ছে।সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে অভিযোগ জানিয়েছেন আইনজীবীরা। তাঁরা নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের আবেদন জানিয়েছেন। পাশাপাশি, তাঁদের দাবি, কোর্ট রুমের প্রসিডিং ভিডিওগ্রাফি করছে সংবাদমাধ্যম। বিচার্য মামলার তালিকা মেনে বিচারের কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট বিচারপতির বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও আবেদনও জানিয়েছেন আইনজীবীরা। তাঁদের আবেদন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন,”আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনি বললেন, দেখব বিষয়টি।”এজলাসে অরুণাভ ঘোষ বলেন, সব মামলাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, কয়েকটা মামলায় ‘উনি’ এমনভাবে নির্দেশ দিচ্ছেন, যেন তিনি একাই মানুষের পক্ষে আর বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে। অরুণাভ ঘোষ এও বলেন, আদালতে ভিডিওগ্রাফি করার কথা বলা হচ্ছে। আইনজীবী বলেন, এখনই প্রয়োজন সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। এদিন সব শুনে প্রধান বিচারপতি বলেন, সকলকে ধৈর্য ধরে রাখার কথা। সেই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি এবং আইনজীবী দুই পক্ষেরই উচিত আদালতের গরিমা রক্ষা করা।উল্লেখ্য, সম্প্রতি ভিডিওগ্রাফি করার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাল্টা আইনজীবী অরুণাভ বলেছিলেন, হাট না বানানোর কথা। তাই আইনজীবী ও তাঁর সঙ্গীরা কারও নাম তুলে অভিযোগ না করলে বা প্রকাশ্যে কিছু না বললেও বোঝা যায়, তাঁদের নিশানায় রয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।