Breaking News

‘মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি ভাল কাজ করছেন, চালিয়ে যান’,ভরা এজলাসে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তাঁর কাজ চালিয়ে যেতে বলেছেন বলে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তাঁর একাধিক নির্দেশের ফলে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।এদিন ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “নিউ সেক্রেটারিয়েটের অনুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি হয়েছিলাম। আরও বিচারপতি ছিলেন। সামনে আসতে আমি হাত জোড় করে বললাম, আমি অভিজিৎ গাঙ্গুলি। উনি বললেন, ওহ, আপনিই অনেক-অনেক কিছু করছেন। আপনি আপনার মতো কাজ করুন।” বিচারপতির কথায়, “আমি বলি, কিছু কথা যদি বলতে পারতাম….। উনি বললেন, এখন তো সুযোগ নেই, আপনি ভাল করছেন, আপনি আপনার মতো চালিয়ে যান।”এখানেই শেয নয়, বিচারপতি আরও বলেন, “আড়াই বছরে ৯৫টি রায় দিয়েছি। তার মধ্যে দেড় বছর আদালত বন্ধ ছিল। অনেক ঘরে অর্ডার পেন্ডিং থাকে। খোঁজ নিন।” আইনজীবীদের চিঠিতে শুনানির ভিডিওগ্রাফি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এদিন সেই ইস্যুতে বিচারপতি বলেন, “ওইদিন ভিড়ের পিছন দিকে পেপারওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। এই কারণে আমি সেদিন ভিডিও করতে বলেছি। জ্যাঠামশাই এসে বলে গেলেন, সেটাই শেষ কথা হয়ে গেল!”প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন কয়েকজন আইনজীবী। চিঠি দিয়ে সেই অভিযোগ জানানো হয়েছে।বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার বিরুদ্ধে কয়েক জন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ চিঠিতে কেউ লিখল না, আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।’অন্যদিকে আদালত কক্ষে ভিডিওগ্রাফি করার অনুমতি দেওয়া নিয়ে আইনজীবীদের একাংশ প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছেন। কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন আদালত কক্ষের ভিডিয়ো করার অনুমতি দিয়েছিলেন তিনি। কেন সেদিন তিনি এই অনুমতি দিয়েছিলেন, এদিন তার ব্যাখ্যা দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, ‘সে দিন এজলাসে অনেকে ভিড়ের মধ্যে পেপারওয়েট নিয়ে দাঁড়িয়েছিল। তাই ভিডিয়ো করতে বলেছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *