প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা শহরে ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। শনিবার সকালেই ইডির একটি দল গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দেয়। জানা গিয়েছে, সেখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানায় উদ্ধার হয়েছে প্রায় ৭ কোটি টাকা। খাটের তলায় প্ল্যাস্টিকের প্যাকেটে মোড়া ৫০০ টাকার একাধিক বান্ডিল উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই টাকা গোনার মেশিন আনা হয়েছে |
গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আজ, শনিবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি’র তিন প্রতিনিধিদল সিজিও কমপ্লেক্স থেকে বের হয়।
প্রথমে পার্ক স্ট্রিট লাগোয়া ম্যাকলয়েড স্ট্রিটের একটি আবাসনে হানা দেয়। সেখানে এক আইনজীবীর ফ্ল্যাটে তল্লাশি চলে। তারপর গার্ডেনরিচে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেন ইডি অফিসাররা। তারপর মোমিনপুরে ১৪ নম্বর বিন্দুবাসিনী স্ট্রিটে এক কাপড় ব্যবসায়ীর ফ্ল্যাটেও অভিযান চলে। গার্ডেনরিচে ওই ব্যবসায়ীর বাড়ির খাটের তলা থেকে বিপুল পরিমাণ টাকার বান্ডিল উদ্ধার হয়। ইডি সূত্রে খবর, খাটের তলায় প্ল্যাস্টিকের প্যাকেটে মোড়া ৫০০ টাকার বান্ডিলের পাহাড় উদ্ধার হয়েছে। গোটা এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে। সিজিও কমপ্লেক্স থেকে রওনা দিয়েছে আরও কয়েকজন অফিসার।জানা গিয়েছে, টাকাগুলি নিসার খানের বাড়ির খাটের তলায় একটি ট্রাঙ্কে রাখা ছিল ৷ এ নিয়ে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকে রিকুইজিশন দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক থেকে কর্মীরা এসে মেশিনের সাহায্যে সেই টাকা গোনা শুরু করে ৷ ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, অনলাইন গেমিংয়ে প্রতারণার অভিযোগে ইডি এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে ৷ উদ্ধার হওয়া টাকা সেই প্রতারণার বলেই অনুমান গোয়েন্দাদের ৷ শনিবার কলকাতার তিনটি জায়গায় একসঙ্গে অভিযান শুরু করেন ইডির অফিসাররা। পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিটে অভিযান চালানো হচ্ছে। বাকি দু’টি অভিযান বন্দর সংলগ্ন এলাকায় এবং গার্ডেনরিচে শাহি আস্তাবল অঞ্চলে চালানো হয়েছে। এই পরিবহণ ব্যবসায়ী নিসার খানের খিদিরপুর–সহ শহরের নানা জায়গায় অফিস রয়েছে। সেখানেও যাওয়ার পরিকল্পনা রয়েছে ইডির। নিসার খানের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কথা বলা হচ্ছে পরিচারক এবং পরিচারিকাদের সঙ্গেও।