Breaking News

নভেম্বরেই খুলতে পারে আলিপুরে বিশ্বমানের অডিটোরিয়াম ‘ধনধান্যে’!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর পর খুলে যাবে বিশ্বমানের ধনধান্যে অডিটোরিয়াম । নবান্ন সূত্রে খবর, কালীপুজোর পর খুলবে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করা হবে। ইতিমধ্যে অডিটোরিয়ামের কাজ প্রায় শেষের দিকে। পূর্ত দফতর সূত্রে খবর, এই অডিটোরিয়ামের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে ফিট সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করা হবে খড়গপুর আইআইটির কাছে। খড়গপুর আইআইটি ফিট সার্টিফিকেট দিলেই উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে খবর।২০১৬ সালে কাজ শুরু ধনধান্যে অডিটোরিয়ামের। আলিপুর ‘সৌজন্য’র ঠিক উলটোদিকে। খরচ ৪৪০ কোটি। জানা গিয়েছে, প্রেক্ষাগৃহের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা ৬০০ ফুট। কাজ প্রায় শেষের পথে। অন্দরসজ্জার জন‌্য সুরাত থেকে আনা হচ্ছে দামী পাথর। দিল্লির যে নির্মাণকারী সংস্থা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের মূল কাঠামো তৈরি করেছে, তারাই ধনধান্যে তৈরির দায়িত্বে। এখানে থাকবে তিনটি অডিটোরিয়াম। সেগুলি ২০০, ৪০০ এবং ১৮০০ আসন বিশিষ্ট। সবমিলিয়ে ২৪০০ আসন। থাকবে কনফারেন্স হল, ফুড কোর্ট। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, বাইরের কাজ প্রায় শেষ। এখন ভিতরের কাজ চলছে। তাঁদের ধারণা, অক্টোবরের মধ্যেই শেষ হবে অডিটোরিয়াম তৈরির কাজ।দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে উদ্বোধনের বার্তা দিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।অন্যদিকে দীর্ঘ প্রায় চার বছর পর খুলতে চলেছে কলকাতার গুরুত্বপূর্ণ টালা ব্রিজ। আগামী ১৫ই সেপ্টেম্বর পূর্ত দফতরকে রেল ও খড়গপুর আইআইটির তরফে এই ব্রিজ নিয়ে রিপোর্ট জমা দেওয়া হলে ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে মহালয়ার দিনই এই ব্রিজ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *