দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লা পাচারকাণ্ডে বেশ কয়েকজন আইপিএসকে তলব করে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এবার গরু পাচারকাণ্ডে ইডি-র নজরে রাজ্যের দুই পুলিশ কর্তা। জানা গিয়েছে, গরুপাতার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিং এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে দিল্লি তলব করা হয়েছে। জ্ঞানবন্তকে ২৬ সেপ্টেম্বর এবং আকাশকে ২৮ সেপ্টেম্বর দিল্লি যেতে বলা হয়েছে।এর আগে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আট জন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করা হয় ।সেই সময় যাদের তলব করা হয়েছিল, তারা হলেন- জ্ঞানবন্ত সিং ,সুকেশ জৈন, রাজীব মিশ্র,কোটেশ্বর রাও , শ্যাম সিংহ ,তথাগত বসু, সেলভা মুরুগান ও ভাস্কর মুখোপাধ্যায়কে। অন্যান্য আইপিএস অফিসাররা ১৫ অগাস্টের পর দিল্লিতে গিয়ে জেরার মুখোমুখি হলেও প্রথম দফায় জ্ঞানবন্ত সিং ব্যক্তিগত কাজ থাকায় তিনি জেরা পর্ব এড়িয়ে যান । সাত দিন সময় চান। পরবর্তীকালে তিনি দিল্লী গিয়েছিলেন। কিন্তু এবার আবারও জ্ঞানবন্ত সিং ,রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, বলে সূত্রের খবর। তবে এদের পাশাপাশি কলকাতা পুলিশের বর্তমান ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকেও জেরা করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এদিকে ডিসি সাউথ পদে নিযুক্ত হওয়ার আগে দীর্ঘদিন পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন আকাশ মাঘারিয়া। যদিও রাজ্যের শাসকদের অন্দরে গুঞ্জন, রাজনৈতিক কারণেই তলব করা হয়ে থাকতে পারে আকাশকে। প্রসঙ্গত, এর আগে ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পিটিএসের কাছে আটকে দেওয়া হয়েছিল। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আকাশ মাঘারিয়া। শুভেন্দু অভিযোগ তুলেছিলেন, জ্ঞানবন্তের নির্দেশেই তাঁকে আটকানো হয়েছিল। এমনকি আকাশ মাঘারিয়াকে নিয়ে অনেক সময়ই আক্রমণাত্মক দেখা গিয়েছে শুভেন্দুকে। এই আবহে আকাশ ও জ্ঞানবন্তকে ইডির তলবে অন্য গন্ধ পাচ্ছে ঘাসফুল শিবির। এদিকে ইডি সূত্রে খবর, গরুপাচার মামলায় তাঁদের ভূমিকা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।