Breaking News

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মানিক ভট্টাচার্যের,সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল বিধায়ক!

দেবরীনা মণ্ডল সাহা :- এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অপসারিত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। প্রাথমিক মামলায় সুপ্রিম কোর্টে গিয়েছেন মানিক। শুক্রবার সুপ্রিম কোর্টে দায়ের করলেন স্পেশাল লিভ পিটিশন।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন মানিকবাবু। আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলাটি শুনানির জন্য উঠতে পারে।উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছেন অপসারিত সভাপতি। বিচারপতি সুব্রত তালুকদার ও লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন মানিক।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী চেয়ারম্যান পদ থেকে মানিককে সরানো এবং তাঁর–সহ পরিবারের সদস্যদের সম্পত্তির খতিয়ান হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছিল। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি ডিভিশন বেঞ্চে যান মানিকবাবু। কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখায় সর্বোচ্চ আদালতে গেলেন মানিক ভট্টাচার্য।স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। তাঁকে জেরা করেছে ইডি। আর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর তাঁকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও তা এখন আর কার্যকর নয়। কারণ রাজ্য সরকার তাঁকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর মামলাটির শুনানি হবে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, এই মামলায় সব পক্ষকে নোটিশ দিতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *