প্রসেনজিৎ ধর, কলকাতা :- ববিতা সরকারের পর এবার যোগ্যতার ভিত্তিতে আরও এক চাকরিপ্রার্থীর জয় হল। প্রিয়াঙ্কা সাউ নামে ওই প্রার্থীকে দ্রুত চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট| পুজোর আগেই চাকরি দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এদিন কলকাতা হাইকোর্টে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল। সেই শুনানি চলাকালীনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে মন্তব্য করেন, ‘পুজোর আগে চাকরি দিন। এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছে।’প্রসঙ্গত, এসএসসিতে যোগ্য প্রার্থীর চাকরি পাওয়া নিয়ে ববিতা সরকারের আইনি লড়াই দৃষ্টান্ত স্থাপন করেছে। পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি বাতিল হয়ে মেখলিগঞ্জের ওই স্কুলে ওই পদে চাকরি পেয়েছেন ববিতা। এমনকি ববিতার বকেয়া বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ইতিমধ্যে সেই টাকা পেয়ে গিয়েছেন তিনি। ববিতার মতোই আরও ২০ জন চাকরিপ্রার্থী মামলায় যুক্ত হন। তাঁদেরও একই অভিযোগ ছিল। এসএসসি-তে কম নম্বর পেয়েও অন্যরা চাকরি পেয়েছেন, তাঁরা বঞ্চিত হয়েছেন। সেই ২০ জনের মধ্যে রয়েছেন প্রিয়াংকা। স্কুল সার্ভিস কমিশনের দাবি, ২০১৭ সালের মেধাতালিকা অনুযায়ী মূলত মহিলা ক্যাটাগরিতে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। প্রিয়াঙ্কার নম্বরের থেকে অন্যদের নম্বর বেশি থাকায় তাঁকে চাকরি দেওয়া সম্ভব হয়নি। তাঁকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের আইনজীবীকে জানান, আবেদনকারী ও তাঁর আইনজীবীকে নিয়ে বৈঠক করে আদালতকে পরবর্তী সপ্তাহে রিপোর্ট দিতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আজই কমিশনের আইনজীবী আবেদনকারী ও তাঁর আইনজীবীর সঙ্গে বৈঠক করুক। বৈঠক করে পরবর্তী সপ্তাহে আদালতকে রিপোর্ট দিক।’ বিচারপতির প্রস্তাবে কমিশন সময় চাইলে তখনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘পুজোর আগে চাকরি দিন। এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছে।’ তিনি সমস্ত নথি খতিয়ে দেখছেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। যারফলে কমিশন যাই রিপোর্ট দিক, পরবর্তী শুনানির দিন প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। এই মামলার সঙ্গে যুক্ত বাকিদের আবেদনের শুনানি হবে ২৬ সেপ্টেম্বর।
Hindustan TV Bangla Bengali News Portal