Breaking News

দশমীতে দক্ষিণবঙ্গে হালকা এবং উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দশমীতেও বৃষ্টির ভ্রুকুটি থাকছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আরো ৪-৫ দিন থাকছে। তবে দশমীর দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নবমীর বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই খবর জানান। কলকাতায় আগামীকাল বুধবার দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দু একবার হতে পারে। মূলত মেঘলা আকাশ ,কখনো আবার আংশিক মেঘলা আকাশ হতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নবমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।
দশমীতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে থাকলেও,কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশহতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। দশমীর দিন কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপরেও বাকি তিন চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এই নিম্নচাপ ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরছে। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। এর জন্যই মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টি চলবে। নিম্নচাপ ক্রমশ সরবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। দশমী থেকে ক্রমশ আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *