Breaking News

চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা,ভর্তি আলিপুরের বেসরকারি হাসপাতালে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায় । হাসপাতালে ভর্তি সৌরভ-পত্নী। জানা গিয়েছে, নবমীর রাতেই হাসপাতালে ভর্তি করা হয় ডোনাকে। রাত ১১টা নাগাদ ভর্তি করা হয় তাঁক। সূত্রের খবর, কিছু দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন ডোনা। তাঁর শরীরে র‌্যাশও দেখা যায়। এর পরই চিকিৎসকের পরামর্শ নেন। পরে পরীক্ষা করলে চিকুনগুনিয়া ধরা পড়ে। নবমীর রাতে তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসক সপ্তর্ষি বসু ও সৌতিক পান্ডার তত্ত্বাবধানে রয়েছেন সৌরভ পত্নী ।নবমীর রাতে ডোনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শিল্পীর পরিবার সূত্রে জানা গিয়েছে, নবমীর রাতে ডোনা দেবীর জ্বর আসে। প্রাথমিকভাবে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা থাকায় দ্রুত তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে রক্ত পরীক্ষায় জানা যায় তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত।চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা। ডোনার অসুস্থতার জেরে উদ্বিগ্ন তাঁর স্বামী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে বুধবার যাবতীয় কর্মসূচি বাতিল করেছেন তিনি। ডোনার অসুস্থায় বিজয়ার বিষাদে উদ্বেগ মিশেছে গঙ্গোপাধ্যায় পরিবারে।একদিকে রাজ্যে যখন ডেঙ্গি ক্রমশ ছড়াচ্ছে, তখনই ডোনার চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। তারমধ্যে পুজোর মধ্যে বৃষ্টি, ডেঙ্গি পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *