দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দর্শকদের ভিড়ের চাপ সামলাতে সপ্তমীর রাতে বন্ধ করে দেওয়া হয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন পুজো মণ্ডপের আলো এবং শব্দের খেলা। মূলত ভিড়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণে মণ্ডপের লেজার শো বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও মধ্যরাতে ফের তা চালু করে দেওয়া হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এই প্রসঙ্গে লেবুতলা পার্ক দুর্গাপূজা কমিটির প্রধান উদ্যোক্তা সজল ঘোষ অভিযোগ করেন, কলকাতা পুলিশ তাদের পূজা মন্ডপে মানুষের ভিড় সামলাতে ব্যর্থ হয়ে গায়ের জোরে লেজার শো বন্ধ করে দেয় তবে তারা কলকাতা পুলিশের এই ব্যর্থতার নিজেদের কাঁধে নেবে না। অন্যদিকে কলকাতা পুলিশের এক আধিকারিক স্পষ্ট জানান লেবুতলা পার্কের ওই লেজার শোর ভিড়ের ওপর কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পুলিশের ওই শো ফের বন্ধ করে দিতে বাধ্য হবে। কারণ পুজোয় নিরাপত্তা দেখা যেমন পুলিশের কাজ ,তেমনি অঘটন যাতে না হয় সেই দায়িত্ব পালন করতে হবে কলকাতা পুলিশকে।এ নিয়ে সজল ঘোষের মন্তব্যের প্রক্রিয়ায় কুণাল ঘোষ বলেন, ‘উনি হাস্যকর কথাবার্তা বলছেন। এই নিয়ে রাজনীতি করার অভিযোগ করা হচ্ছে। দেশবন্ধু পার্কের পুজোতেও ভিড় হয়েছে। যার এই পুজোও বন্ধ করে দিতে হয়েছিল। সব জায়গাতেই ব্যাপক ভিড় হচ্ছে।’লালবাজার সূত্রে জানা গেছে, ইতিমধ্যে লেবুতলা পার্কের পুজো মণ্ডপে ভিড়ের ওপর নজর রাখতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমারকে। লেবুতলা পার্ক সংলগ্ন অলিগলিতে অষ্টমীর দুপুর থেকেই ভিড় কন্ট্রোল করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। বাড়তি পুলিশ ফোর্সকে ওই এলাকায় মোতায়েন করা হচ্ছে। অপরদিকে পুজোর উদ্যোক্তা সজল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অষ্টমীর সন্ধ্যে থেকে তারা লেজার শো চালু করার পর, পুলিশ যদি ফের সপ্তমীর রাতের মতো বাধা দিতে আসে,তাহলে পুজো উদ্যোক্তারা প্রস্তুত থাকবে।