দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেট্রো রেলে উঠে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে চেয়েছিলেন এক দম্পতি। তাঁদের গন্তব্য ছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। দরজা খুলতেই মুহূর্তের মধ্যেই নেমে পড়েন তাঁরা। আর পিছনে ফিরে দেখলেন দরজা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তাঁদের সঙ্গে থাকা মেয়েটি তো নামেনি | গত ৭ অক্টোবর কলকাতা মেট্রোতে ১০ বছরের মেয়েকে নিয়ে সফর করছিলেন এক দম্পতি। কিন্তু তাড়াহুড়ো থাকায় এসপ্লানেড মেট্রো স্টেশনে জলদি নেমে পড়েন। এটাই ছিল তাঁদের গন্তব্য। আর ট্রেন থেকে নেমেই লক্ষ করেন, তাঁদের মেয়ে সঙ্গে নেই। মেট্রোর ভিতরে রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা স্টেশনের সুপারের কাছে ছুটে গিয়ে যোগাযোগ করেন। তৎক্ষণাৎ সমস্ত মেট্রো স্টেশনে সতর্কবার্তা পাঠানো হয়। শোরগোল পড়ে যায় গোটা ঘটনায়। সব স্টেশনে উপস্থিত রেলের কর্মীরা মেয়েটিকে খুঁজতে শুরু করেন। মেট্রো সূত্রে খবর, অবশেষে কবি সুভাষ মেট্রো স্টেশনে এক আরপিএফ কর্মী মেয়েটিকে খুঁজে পান। আর তিনি দায়িত্ব নিয়ে স্টেশন মাস্টারের দফতরে নিয়ে আসেন। মেয়েটিকে বোঝানো হয় ভয় পাওয়ার দরকার নেই। উৎকন্ঠায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন মেয়েটির মা। টেনশনে দৌড়াদৌড়ি করছেন বাবা।শেষ পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশনের এক আরপিএফ কর্মী মেয়েটিকে খুঁজে পান এবং স্টেশন মাস্টারের দফতরে নিয়ে আসেন। বাচ্চা মেয়েটিও নিজের পরিচয় দেয়, বাবা-মায়ের ফোন নন্বরও জানায়। স্টেশন মাস্টার সেই নম্বরে যোগাযোগ করে, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব কবি সুভাষ মেট্রো স্টেশনে আসতে বলেন। রেলস্টেশনের তরফে যাবতীয় নিয়মকানুন পালন করে রেলকর্মীদের সহায়তায় আবার এক হয় তিনজনের পরিবার।