দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। অফিস যাওয়ার জন্য বেরিয়ে অ্যাপ বাইকে চেপেছিলেন তরুণী। আর সেই বাইকে এক লরি ধাক্কা মারায় বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার এসএন রায় রোডে । জানা গেছে, মৃত তরুণীর নাম মৌলি অধিকারী,বয়স ২২। থাকতেন বেহালার পাঠকপাড়ার একটি মেসে। আসল বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। শুক্রবার সকালে অ্যাপ বাইকে অফিসে যাচ্ছিলেন তিনি। পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান তরুণী। বাইকের চাকায় পিষ্ট হয়ে যায় তরুণীর শরীর। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে বেহালা এসএন রায় রোডে একটি ১০ চাকার ডাম্পারের ধাক্কায় ওই তরুণীর মৃত্যু হয়। স্থানীয়রা বলেছেন, একটি ডাম্পার বেপরোয়া গতিতে পিছন থেকে এসে ধাক্কা মারে অ্যাপ বাইকটিকে। ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হয়ে যায় তরুণীর শরীর। মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের দাবি, ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয় বাসিন্দারাই চালককে ধরে পুলিশের হাতে তুলে দেন। ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal