দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ। তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল সিবিআই। আজই হাজিরা দিতে বলা হয়েছে নিজাম প্যালেসে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন ১৯ কোটি টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস যুব নেতা কুন্তল ঘোষ। সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেস যুব নেতা।তদন্তকারীরা জানাচ্ছেন, কুন্তল ঘোষের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তাঁরা। কাদের কাছে নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছেছে তা কুন্তলের কাছ থেকে জানতে চাইবেন গোয়েন্দারা। কাকে কাকে তিনি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তাও জানতে চাওয়া হবে কুন্তলের কাছে। এছাড়া কোন কোন কলেজে তার যোগাযোগ রয়েছে। বিকাশ ভবনেই বা তিনি কাকে কাকে চেনেন, সেসব প্রশ্ন করা হবে তাঁকে। এছাড়া অফলাইন রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়ার নথি, পাশ করানোর জন্য টাকা নেওয়ার নথি ও চাকরির বিনিময়ে কার কাছ থেকে কত টাকা নিয়েছেন তাও জানতে চাইবে সিবিআই।
সঙ্গে তাপস মণ্ডলের সঙ্গে তাঁর লেনদেনের বিস্তারিত জমা দিতে হবে তদন্তকারীদের কাছে।গত সপ্তাহে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেন, হুগলির যুব তৃণমূল নেতা তথা যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ চাকরি দেওয়ার বিনিময়ে অন্তত ১৯.৫ কোটি টাকা তুলেছেন। অফলাইন রেজিস্ট্রেশন, পাশ করিয়ে দেওয়ার জন্য ও চাকরি পাইয়ে দিতে এই টাকা নিয়েছেন তিনি। সিবিআইয়ের অনুমান কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা টাকা লেনদেন হয়েছে।তৃণমূল কংগ্রেসের এই যুব নেতা কুন্তল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই শোনা গিয়েছে। সংবাদ মাধ্যমে একাধিক ছবিতে এবং কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যব সভাপতি সায়নী ঘোষের সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।