প্রসেনজিৎ ধর :- উপনির্বাচনের জন্য ফের বদল হতে পারে মাধ্যমিকের সূচি। ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচন। ওই দিনই মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ফলে বদল করা হতে পারে সূচি। মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে খালি হওয়া সাগরদিঘি আসনে বুধবার উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ভোটগণনা ২ মার্চ। গত ২৯ ডিসেম্বর মৃত্যু হয় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহার। তাঁর প্রয়াণে খালি হয় মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি। ১ মাস পূর্ণ হওয়ার আগেই সেখানে উপ নির্বাচন ঘোষণা করেছে কমিশন। আর সেই দিন ঘোষণার পরেই দেখা যাচ্ছে আগামী ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা রয়েছে।
এই পরিস্থিতিতে মাধ্যমিকের সূচি পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ। কারণ পূর্ব ঘোষিত মাধ্যমিক পরীক্ষার সূচী অনুসারে ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিনে পরীক্ষা হওয়া অসম্ভব বিষয়। সেই সাথে পরের দিনেও ভোটকর্মীরা বাড়ি ফেরায় ২৮শে ফেব্রুয়ারি ,মঙ্গলবার জীবনবিজ্ঞান পরীক্ষা নেওয়ায় সম্ভবপর নাও হতে পারে। ফলে মাধ্যমিক পরীক্ষার সূচী পরিবর্তনের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়ে কোন বক্তব্য এখনো দেয়নি।তাই এবার ইতিহাস পরীক্ষার দিন বদলের সম্ভাবনা রয়েছে প্রবল। এটা অবশ্য নতুন নয়, এমন ঘটনার মুখোমুখি পড়ুয়াদের আগেও পরতে হয়েছে। সাধারণ ভাবে সূচি তৈরী হওয়ার পরে তা পাঠিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের কাছে। এবারও তার অন্যথা হয়নি, কিন্তু এবার প্রশ্ন হল কেন পরীক্ষা থাকা সত্ত্বেও কেন সেইদিন উপনির্বাচনের দিন ঘোষণা করা হল?এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, সেদিন প্রথম ভাষার পরীক্ষা, ২৪ তারিখ দ্বিতীয় ভাষার পরীক্ষা, ২৫ তারিখ ভূগোল , ২৭ ফেব্রুয়ারী ইতিহাস , ২৮ ফেব্রুয়ারী জীবন বিজ্ঞান, ২ রা মার্চ অঙ্ক, ৩ রা মার্চ ভৌতবিজ্ঞান, ৪ ঠা মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
Hindustan TV Bangla Bengali News Portal