দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। শনিবার সকালে দক্ষিণ কলকাতার বেহালার সরশুনার রায়দিঘির কাছে লরির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। এদিন স্বামীর সঙ্গে স্কুটারে চেপে যাচ্ছিলেন তিনি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা সিভিক ভলান্টিয়ারের নাম সীমা দাস। ৪৪ বছর বয়স তাঁর। শনিবার সীমাদেবী তাঁর স্বামীর সঙ্গে স্কুটারে চেপে যাচ্ছিলেন।
স্কুটার চালাচ্ছিলেন তাঁর স্বামী। পিছনে বসেছিলেন সীমা দেবী। চলন্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে স্কুটার থেকে আচমকা পড়ে যান সিভিক ভলান্টিয়ারের স্বামী। স্কুটার থেকে ছিটকে পড়ে যান সীমা দেবীও। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক মহিলাকে পিষে দিয়ে চলে যায়। সিভিক ভলান্টিয়ারের মাথার উপর দিয়ে লরি চলে যাওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। তবে ভোরবেলা গাড়ির চাপ কিছুটা কম থাকায়, যানজট অনেকটাই কম হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ওই রাস্তায় ফের যানচলাচল স্বাভাবিক হয়। চোখের সামনে নিজের স্ত্রীকে হারিয়ে কার্যত বাকরুদ্ধ ওই সিভিক ভলান্টিয়ারের স্বামী। দম্পতির পরিবারের সকলে শোকে পাথর।ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মুচিপাড়ার দিক থেকে স্কুটিটি চৌরাস্তার দিকে যাচ্ছিল। রায়দিঘির কাছে আচমকাই স্কুটির পিছনে একটি কুকুর তাড়া করে। আর তাতেই স্কুটির ভারসাম্য হারিয়ে ফেলেন চালক। স্বামী স্কুটির নিয়ন্ত্রণ রাখতে না পারায় উলটে যায় সেটি। রাস্তায় ছিটকে পড়েন দু’জনেই। ঠিক সেই সময়ই পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি পিষে দিয়ে চলে যায় মহিলা সিভিক ভলান্টিয়ারকে।