প্রসেনজিৎ ধর, কলকাতা :- হেয়ার স্ট্রিট থানা এলাকায় রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়াল। জানা গেছে, এই রাসায়নিক গ্যাসের গন্ধে এখনও পর্যন্ত ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।একটি অফিস থেকে এই রাসায়নিক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ। তার জেরেই শহরে অসুস্থ একাধিক।স্থানীয় সূত্রে খরব, হেয়ার স্ট্রেট থানার অন্তর্গত ১৯ আর এন মুখার্জি রোডে একটি বেসরকারি অফিসের ১৪ জন মহিলা কর্মচারী অফিসের তৃতীয় তলায় কাজ করছিলেন। হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের মধ্যে তিনজন মহিলার। তাঁরা এখন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। গন্ধের তীব্রতা এতটাই ছিল যে অসুস্থ হয়ে পড়েন আরও ১১ জন। পুলিশ সূত্রে খবর, এই অফিসে পেস্ট কন্ট্রোলের কাজ করা হয়। সেই পেস্ট কন্ট্রোল থেকেই বের হচ্ছিল রাসায়ানিক গন্ধ।
পেস্ট কন্ট্রোল করার পর অফিস বন্ধ থাকে। আর সকালে অফিস খোলার পর এই গন্ধ মারাত্মক আকার ধারণ করে। একে একে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকেন। প্রথমে সংখ্যাটি তিন থাকলেও পরে তা ১৪ জনে গিয়ে থামে। পরিস্থিতি বেগতিক দেখে অফিস বন্ধ করা হয়। ঘটনাস্থলে যায় পুলিশ।এখানে শুধু একটি অফিস নয়, ওই বিল্ডিংয়ে একাধিক অফিস রয়েছে। তাই সেই বিল্ডিংয়ের আশপাশেও ছড়িয়ে পড়ে রাসায়নিক গ্যাস। রাসায়নিক গ্যাস অন্যান্য অফিসেও ছড়িয়ে পড়ে। সেখানেও আতঙ্ক দেখা দেয়। যদিও এই ব্যাপারে এখনও অফিস কর্তৃপক্ষ কিছু জানায়নি। পেস্ট কন্ট্রোলের গ্যাসের প্রভাবে তাঁদের দমবন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ|