Breaking News

গেঞ্জির কলারে সোনা লুকিয়ে পাচারের অভিনব ছক,কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ১!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের লাখ লাখ টাকার সোনা উদ্ধার কলকাতা বিমানবন্দরে। অভিনব কায়দায় কলকাতায় নিয়ে আসা হচ্ছিল সোনা। সোনার পেস্ট তৈরি করে টি-শার্টের কলারে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু বিমানবন্দর থেকে বেরনোর আগেই তা উদ্ধার করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক দফতরের আধিকারিকরা। সন্দেহভাজন এক ব্যক্তিতে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৩৪৬.২২ গ্রাম সোনার পেস্ট। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা। শুল্ক দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই সেই সোনার পেস্ট বাজেয়াপ্ত করেছেন। ওই ব্যক্তিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর সূত্রে খবর, নূর সেলিম মহম্মদ নামে এক ব্যক্তি ব্যাঙ্কক থেকে বেসরকারি বিমানে কলকাতায় আসেন।

কলকাতা বিমানবন্দরে নামার পর তাঁর হাঁটাচলা দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের অফিসারদের। তখন তাঁকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে লুকানো সোনার পেস্ট। কোথা থেকে এই সোনা এল?‌ তার সন্তোষজনক উত্তর দিতে পারেনি নূর সেলিম মহম্মদ। তারপরই সোনা বাজেয়াপ্ত করা হয়। কোথা থেকে এই সোনা নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল—সব প্রশ্নের উত্তর খুঁজছেন শুল্ক দফতরের অফিসাররা। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কলকাতা বিমানবন্দরেই আটক করা হল এক যাত্রীকে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ইন্ডিগোর বিমানে ব্যাঙ্কক থেকে কলকাতায় আসেন ওই যাত্রী। এরপরেই তাঁকে দেখে সন্দেহ হওয়ায় আটক করে শুল্ক দফতর।আগেও কলকাতা বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। সোনার পেস্ট তৈরি করে তা বিদেশ থেকে নিয়ে আসার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পর থেকেই সতর্ক দৃষ্টি রাখেন শুল্ক দফতরের কর্তারা। সোনা বিদেশ থেকে এদেশে নিয়ে এসে দুটো কাজ করা হয়। এক, পাচার করে সরাসরি টাকা রোজগার। দুই, বিদেশ থেকে আনা সোনা দোকানে বিক্রি করে টাকা নিয়ে নেওয়া। বারবার এমন ঘটনা ঘটায় কলকাতা বিমানবন্দর দিয়ে সোনা পাচারের চেষ্টার উপর বাড়তি নজরদারি করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *