দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজব অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৷ শুক্রবার বিধানসভায় ওই বিধায়কের বিরুদ্ধে বিধানসভাকক্ষে নেশা করার অভিযোগ উঠল । অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি নেশার দ্রব্য ব্যবহার করছিলেন ৷ কিন্তু পরে ওই বিধায়ক পালটা দাবি করেন, সেই বস্তুটি নেশাজাতীয় নয়,অন্য কিছু ৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল বিধানসভায় ৷শুক্রবার দুপুরে বিধানসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন এক বিধায়ক। সেই সময় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে দু’হাতে কিছু ডলতে দেখা যায়। বিষয়টা নজরে পড়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের । সঙ্গে সঙ্গে মিহিরবাবুকে সতর্ক করেন তিনি।
বলেন, বিধানসভার অন্দরে খৈনি খাওয়া নিয়ম বিরুদ্ধে। যদিও সেই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দেননি তিনি। বরং হাতে থাকা সামগ্রী মুখে দিয়ে দেন। এই অদ্ভুত ঘটনায় হেসে ওঠেন বিধানসভায় থাকা দুই দলের বিধায়করা।এদিন বিধানসভার প্রথমার্ধের বিরতিতে যাকে নিয়ে এই অভিযোগ, সেই বিধায়ক মিহির গোস্বামী তাঁর বিরুদ্ধে খৈনি খাওয়ার অভিযোগ নস্যাৎ করে বলেন, “এটা কোনও নেশার প্রশ্ন নয় ৷ কারণ অধ্যক্ষ যাকে খইনি বলে ভুল করেছিলেন, সেটা আসলে ছিল জোয়ান ৷ সাধারণত জোয়ানের মধ্যে ধুলো থাকে ৷ তাই খাওয়ার আগে অনেকে ঘষে নেন ৷ আমিও সেভাবেই ঘষে খাচ্ছিলাম ৷ খুব স্বাভাবিকভাবে এর থেকে এই ভুল ধারণা হয়েছে অধ্যক্ষের ৷ কিন্তু পরে আমি যখন অধ্যক্ষকে জানাই যে, আমি খাইনি নয়, জোয়ান খাচ্ছিলাম, তখন তিনি হাসেন ।”মিহির গোস্বামী আরও বলেন,”দীর্ঘদিন ধরে জোয়ান ব্যবহার করি আমি ৷ কিন্তু সেটাকে নিয়েও এভাবে বিতর্ক হতে পারে, তা আগে ভাবিনি ৷” যদিও বিজেপি বিধায়কের এই বক্তব্যের পর অধ্যক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷