দেবরীনা মণ্ডল সাহা :- লাইনচ্যুত হাওড়া-আমতা লোকাল। বৃহস্পতিবার দুপুরে মাজু হল্ট স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত হয় লোকাল ট্রেনটি। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার বেলা ১২টা- সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে মাজু স্টেশন ঢোকার আগে জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায়। আমতাগামী ওই লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়ির গতি অনেকটাই কম ছিল বলে বড় বিপতদ এড়ানো গিয়েছে। ঘটনায় আহত অন্তত ৩ জন।সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরে
যাদববাটি এলাকায়। মাজু স্টেশনে ঢোকার আগে ওই লোকাল ট্রেনটির তিনটি বগি বেলাইন হয়ে যায়। রেল সূত্রে খবর, গাড়ির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা না ঘটেনি। যাত্রীদের দাবি, কমপক্ষে তিনজন আহত হয়েছে। কিন্তু, সরকারি তরফে রেল কোনও যাত্রীর আহত হওয়ার ঘটনা স্বীকার করেনি। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ পূর্ব রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা।আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটস্থ হাসপাতালে। আমতা লোকাল লাইনচ্যুত হওয়ায় সাময়িকভাবে ওই লাইন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি সরিয়ে পরিষেবা স্বাভাবিক করতে সময় লাগবে বলে জানিয়েছে রেল। কী কারণে দুর্ঘটনা? দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ জানান,’আমতা লোকাল লাইনচ্যুত হয়েছে। তবে বড় ক্ষয়ক্ষতি ঘটেনি। তিন জন আহত। আধিকারিকরা পৌঁছে গিয়েছেন অকুস্থলে। ট্রেন সরাতে সময় লাগবে। কেন দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত হবে।’ঘটনাস্থলে থাকা আরপিএফ অফিসার জানিয়েছেন, ৩ আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা সেটা এখন বলা সম্ভব নয়। লাইনে ফাটল না যান্ত্রিক ত্রুটি তা তো তদন্তের পরই জানা যাবে। এই ঘটনার জেরে হাওড়া-আমতা শাখায় রেল চলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা।