নিজস্ব সংবাদদাতা :- কসবার মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই তাকে লেক থানা এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম দিনু যাদব। আপাতত তাকে শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি সন্ধ্যেবেলায় কলকাতায় ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার বাসিন্দারা। আর এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতেই পর্ণশ্রী, পূর্ব যাদবপুর এবং কসবা এই তিন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। পরে গাড়ি সমেত এই বোমাবাজির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ, এমনকি বোমা তৈরির সামগ্রীও বাজেয়াপ্ত হয়। আর দিন কয়েক যেতেই এবার পুলিশের জালে ধরা পড়ল দিনু।