দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-দোলযাত্রা এবং হোলি উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বদল। আগামী মঙ্গল ও বুধবার মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় ওই দু’দিন সংখ্যায় কম ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ওই দুদিন প্রথম মেট্রো শুরু হবে দেরিতে। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে ওই দুদিনের সময়সূচির কথা জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ।মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হবে দোলযাত্রা। তার পরের দিনই রয়েছে হোলি।
ওই বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে আপ-ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চলবে। যেখানে প্রতিদিন ২৮৮টি মেট্রো চলে। সেখানে ৩০টি আপ ও ৩০টি ডাউনে ট্রেন চলবে। মঙ্গলবার এই রুটে প্রথম মেট্রো পরিষেবা চালু হবে দুপুর আড়াইটে থেকে।মেট্রো তরফে আরও জানানো হয়েছে, দোলের দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর আড়াইটেয় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও ওই একই সময় ছাড়বে। পাশাপাশি দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনও সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে আড়াইটের সময় যাত্রা শুরু করবে। এ ছাড়া, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো চালু হবে দুপুর আড়াইটেয়। ৮ মার্চ অর্থাৎ হোলিতে তুলনামূলক বেশি মেট্রো পাওয়া যাবে। ওইদিন সকাল ৬.৫০ থেকেই চলবে মেট্রো। তবে ২৪৪ টি-র বদলে ৮২ টি আপ ও ৮২ টি ডাউন অর্থাৎ মোট ১৬৪ টি মেট্রো চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত।এদিকে, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটে দোলের দিন মেট্রো চলবে দুপুরে ৩টে থেকে রাত ৮.২০ পর্যন্ত। ওই দিন আধঘণ্টা পরপর এই রুটে মেট্রো পাওয়া যাবে। চলবে মোট ২২টি মেট্রো। আর ৮ মার্চ, হোলিতে তুলনামূলক বেশি মেট্রো পাওয়া যাবে। ১০৬টির বদলে ৯০ টি মেট্রো চলবে। সময় অপরিবর্তিত। আর ৭ তারিখ জোকা-তারতলা রুটে কোনও মেট্রো চলবে না। ৮ তারিখ স্বাভাবিক থাকবে পরিষেবা।