প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরি চোরেরা। সোমবার ৮৪২ জন চাকরি চোর কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। তাদের মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। মামলার শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।সুপারিশপত্র ছাড়াই এসএসসি গ্রুপ সি’র ৫৭ জনের চাকরি নিয়ে শুক্রবারই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের ঘণ্টাদুয়েকের মধ্যেই তালিকা প্রকাশ করে এসএসসি। ওই ৫৭ জনকে কমিশন সুপারিশপত্র দেয়নি বলে হলফনামা দিয়ে আদালতে জানায়। এই মামলার শুনানি চলাকালীন ৫৭ জন-সহ মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।উল্লেখ্য, গত ২০১৬ সালে গ্রুপ সি’তে মোট ২০৩৭ জনকে নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে ৭৮৫ জনের চাকরি বাতিল। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার তাঁদের সুপারিশপত্র বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগপত্র বাতিল করে মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতির নির্দেশ অনুযায়ী, সদ্য চাকরিহারা ৮৪২ জনের কেউই আর স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও জিনিসে তাঁরা হাত দিতে পারবেন না।
শুক্রবার থেকে তাঁদের বেতনও বন্ধ হয়ে যায়। বেতন ফেরতের বিষয় নিয়ে পরে আদালত সিদ্ধান্ত নেবে।কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গত ৯ মার্চ SSC গ্রুপ সি-র কারচুপি করা OMR শিটগুলি প্রকাশ করে কমিশন। এর পর শুক্রবার তার মধ্যে ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেন বিচারপতি। এদের মধ্যে ৫৭ জনের নিয়োগ হয়েছিল কোনও সুপারিশপত্র ছাড়াই। ফলে তাদের সরাসরি বরখাস্ত করে আদালত। বাকিদের শনিবারের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে বরখাস্ত করতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। সেই মতো শনিবার বিজ্ঞপ্তি জারি করে বাকিদের বরখাস্ত করে কমিশন। তার মধ্যে রয়েছে বহু তৃণমূল নেতা মন্ত্রীর আত্মীয় ও ঘনিষ্ঠের নাম। রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তারা |