দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের কথা ভেবে অনেক রুটেই বাড়তি বাস, ট্রেন চলানো হচ্ছে। এবার সেই পথে হাঁটল মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী দুই শনিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি মেট্রো চালানো হবে।পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ১৮ মার্চ শনিবার ও ২৫ মার্চ শনিবার ৮টি বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে এই মেট্রো চলাচল করবে। সাধারণত শনিবার মেট্রোর সংখ্যা কম থাকে। যেহেতু বহু পরীক্ষার্থীই এই মেট্রোতে যাতায়াত করেন, সে কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। এই ট্রেনগুলি সকাল ১০টা থেকে বেলা ১২টা এবং বেলা ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে চলবে।সকাল ১০টা থেকে ১২টার মধ্যে চলবে যে চারটি ট্রেন চলবে, প্রথমটি ছাড়বে ৯টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ছাড়বে মেট্রো। যাবে কবি সুভাষ। এরপর আবার ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাবে মেট্রো। অন্যদিকে সকাল ১০টায় কবি সুভাষ থেকে ছাড়বে মেট্রো। যাবে দক্ষিণেশ্বর। এরপর ফের ১০টা ৫৫-য় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে।
এরপর ফের বেলা ৩টে ১০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে। ৪টে ১২ মিনিটে ছাড়বে এই রুটের আরও একটি অতিরিক্ত মেট্রো। অন্যদিকে বেলা ৩টে ৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে মেট্রো। যাবে কবি সুভাষ। এই রুটে এরপর ৪টে ১৫ মিনিটেও একটি মেট্রো থাকবে। শনিবার এমনিতে ২৩৪টি মেট্রো আপ ও ডাউনে চলাচল করে। সেগুলি তো থাকছেই। সঙ্গে আরও এই ৪ জোড়া মেট্রো চলবে বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
Hindustan TV Bangla Bengali News Portal