দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিজের ‘ভুল’-এর জন্য হাইকোর্টের কাছে ক্ষমা চাইলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে ভুলটি তিনি জেনে বুঝে করেনি। বুঝতে না পেরে ভুল হয়েছিল তাঁর। এমনটাই আদালতে শুক্রবার জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান।ঘটনার মূলে ২০১১ সালের উচ্চ প্রাথমিক টেট। সেই পরীক্ষায় সিলেবাসের বাইরে ও ভুল প্রশ্নের অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলা চলছিল আদালতে। পরবর্তীতে বিচারপতি মান্থা ওই প্রশ্নের জন্য নম্বর দেওয়ার নির্দেশও দেন। কিন্তু সেই নির্দেশের পরও নম্বর দেওয়া হয়নি। সেই কারণেই কমিশনকে ভর্ৎসনা করে হাই কোর্ট চেয়ারম্যানকে ব্যাক্তিগত হাজিরার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার আদালতে আসেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
আদালতে এসএসসি চেয়ারম্যান বলেন, “আমাদের আদালতের নির্দেশ বুঝতে ভুল হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আসা অভিজ্ঞ শিক্ষকরা ওইসব খাতা পরীক্ষা করে দেখেছেন। মূলত ইংলিশ ও চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগোগি বিভাগের ওই সব খাতা দেখে তাঁরা রিপোর্ট দিয়েছেন। তবে যাদবপুরের রিপোর্ট বৃহস্পতিবার রাতে হাতে পেয়েছি। ফলে সব খতিয়ে দেখা এখনও সম্ভব হয়নি।” চেয়ারম্যানে এই কারণে আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।শুক্রবার বিচারপতির কাছে নিজের বক্তব্য রাখেন এসএসসি-র চেয়াম্যান। সেই সময় তিনি এই ভুল স্বীকার করেন। এর আগে আদালত পদ্ধতিগত ক্রটি দূর করার নির্দেশ দিয়েছিল। সেই কাজ কতদূর এগোল আগামী শুক্রবার তা জানতে চেয়েছে আদালত। নির্দেশ না থাকলেও সে দিন সশরীরে আদালতে হাজির থাকতে পারেন এসএসসি-র চেয়ারম্যান। তিনি নিজেই আদালতের কাছে এ সংক্রান্ত রিপোর্ট তুলে দিতে পারেন বলে সূত্রের খবর।
Hindustan TV Bangla Bengali News Portal