দেবরীনা মণ্ডল সাহা :-গত ১৪০ দিনের মধ্যে বুধবারই দেশে সর্বোচ্চ করোনার সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। একদিনে দেশে নতুন করে ১৩০০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ফের একবার দেশে বাড়তে শুরু করে দিয়েছে করোনায় সংক্রমিতের সংখ্যা। নতুন করে হাজারেরও বেশি সংক্রমিতকে ধরে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে।বুধবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে সংক্রমিত ১,৩০০ জন। যা গত ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ। অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ৭৬০৫। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ৩ জনের। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮১৬। কর্ণাটক, গুজরাট এবং মহারাষ্ট্রে একজন করে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন। উদ্বেগ বাড়িয়ে দেশের পজিটিভিটি রেট অর্থাৎ সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৪৬ শতাংশ।গোটা দেশের তুলনায় মহারাষ্ট্রের ছবিটা একটু বেশি উদ্বেগজনক।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিনে সর্বোচ্চ। বুধবারও মহারাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবারও সে রাজ্যে একজন প্রাণ হারিয়েছেন। উদ্বেগ বাড়ছে গুজরাটের পরিসংখ্যানেও। গুজরাটে একদিনে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। তবে করোনার বিরুদ্ধে লড়াই এখনও জারি আছে। ফের টিকাকরণ প্রক্রিয়ার গতি বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশে ২২০ কোটি ৬৫ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।এদিকে, ফের একবার করোনা মাথাচাড়া দেওয়ায় উদ্বেগ ধরা পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও। স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের করোনার নতুন রূপগুলি ট্র্যাক করতে এবং ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতা এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের ব্যাপারে কার্যকরী পর্যবেক্ষণ রাখতে কোভিড-১৯ ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। এরই পাশাপাশি দেশবাসীকেও শ্বাসযন্ত্রের স্বাস্থ্যবিধি এবং কোভিড-১৯ প্রোটোকল অনুসরণ করার আহ্বানও জানিয়েছেন।