Breaking News

খাস কলকাতার পার্ক স্ট্রিটে লিফ্ট ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু লিফ্ট অপারেটরের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পার্ক স্ট্রিটে বহুতলে আচমকা লিফ্ট ছিঁড়ে দূর্ঘটনা। লিফ্টের নীচে পাচা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের ওম টাওয়ারের লিফ্টের রক্ষনাবেক্ষনের কাজ চলছিল। ওই সময় আচমকা লিফ্ট ছিঁড়ে পড়ায় তাতে আটকে পড়েন ওই ব্যক্তি। জানা গিয়েছে, মৃত ওই যুবক পেশায় ছিলেন লিফ্ট অপারেটর। নাম আব্দুল রহিম। একবালপুর এলাকার বাসিন্দা ছিল রহিম। দীর্ঘ ৩০ বছর ধরে সে ওই বহুতলে কাজ করছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ওই বহুতলের ৩ নম্বর লিফটি মেরামতির কাজ চলছিল। চতুর্থ তলে মেরামতির কাজ চালাচ্ছিলেন কর্মীরা। তখন লিফটি চলছে কি না তা এক তলা থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন রহিম। তখনই লিফটটি ছিঁড়ে পড়ে তাঁর ওপর। লিফটের তলায় চাপা পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পুলিশের আধিকারিকরা। উপস্থিত হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। লিফটি সরিয়ে দেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তাঁরা।

ওম টাওয়ারের একটি দফতরে কর্মরত এক ব্যক্তি জানান, বার বার বলার পরেও লিফট ঠিক মতো মেরামত হয় না। বাড়ির মালিক ওম রাজগড়িয়াকে বার বার এব্যাপারে জানানো হয়েছে। কখনও লিফট আটকে যায়। কখনও নিজে থেকে নীচে নামতে শুরু করে। এদিন সকালেই আমার সঙ্গে লিফট অপারেটর রহিমের কথা হয়। তিনি জানান ৩ নম্বর লিফট খারাপ হয়ে গিয়েছে। আমি এক নম্বর লিফট দিয়ে ওপরে উঠি। তার কিছুক্ষণের মধ্যে ঘটে এই দুর্ঘটনা।এই দুর্ঘটনার পর অভিযোগের তীর উঠছে বহুতলের কতৃপক্ষের বিরুদ্ধে। বহুতলের কর্মচারীদের অভিযোগ বহুদিন ধরে লিফ্টের নানা সমস্যা চলছিল। এমনকি মাঝে মাঝে মাঝপথে আটকেও যেত লিফ্ট। বারবার অভিযোগ জানানোর পরও অভিযোগ করার পরও সঠিক ভাবে মেরামতির করা হয়নি নিফ্টে। কর্তৃপক্ষের উদাসীনতার জেরেই লিফ্ট ছিঁড়েই বেঘরো প্রাণ হারালেন লিফ্ট অপারেটার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *