Breaking News

মোমিনপুর কাণ্ডে ৭ অভিযুক্তের নামে হুলিয়া জারি এনআইএ-এর!খোঁজ দিতে পারলে আর্থিক পুরস্কার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মোমিনপুর কাণ্ডে সাত অভিযুক্তের নামে হুলিয়া জারি করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এনআইএ’এর তরফে সাত অভিযুক্তকে খুঁজে পেতে পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। অভিযুক্তদের নাম, কেস ডিটেল পোস্টার আকারে প্রকাশ করছে জাতীয় তদন্তকারী সংস্থা। পলাতকদের মাথাপিছু ১ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা করেছে এনআইএ। এই সাতজন একবালপুর হিংসার অন্যতম ষড়যন্ত্রকারী বলে দাবি এনআইএ আধিকারিকদের। এনআইএ সূত্রে খবর, অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এনআইএ আদালত। তারা পলাতক বলেও ঘোষণা করা হয়। কিন্তু এরপরও আত্মসমর্পণ করেনি তারা। এমনকী অভিযুক্তদের খোঁজে মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমেও তল্লাশি চালায় এনআইএ। কিন্তু তাতেও ওই সাতজনের খোঁজ পাননি গোয়েন্দারা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই অভিযুক্তরা অন্য কোনও রাজ্য বা বাংলাদেশে লুকিয়ে থাকতে পারে। তাই বুধবার এনআইএ র তরফে এই সাতজনের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করা হল। তাদের নাম, কেস ডিটেল পোস্টার আকারে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। যে বা যাঁরা এই পলাতকদের খোঁজ দিতে পারবেন তাঁদের ১ লক্ষ টাকা করে পুরস্কার দেবেন গোয়েন্দারা। একজন অভিযুক্তর খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার। মোট সাতজনের জন্য সাত লক্ষ টাকা ধার্য্য করেছে গোয়েন্দারা। এনআইএ সূত্রে খবর, এরপরও যদি ওই অভিযুক্তদের খোঁজ না পাওয়া যায় তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে আদালত।

মোমিনপুরে ঝামেলার ঘটনায় এনআইএ তদন্তের সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছেড়ে দেয় কলকাতা হাই কোর্ট। সেই মতো গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। দুমাসের বেশি সময় তদন্তে পরপর বেশ কয়েকবারই মোমিনপুরে যায় এনআইএ। ঘুরে দেখে মোমিনপুর এলাকা। ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৩২ লক্ষ টাকা ও বেশ
কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়। লালবাজারেও যায় তারা। ৪০০ পাতার চার্জশিটে ১৬ জনের নাম ছিল। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, অস্ত্র ও বিস্ফোরক আইনের একাধিক ধারার অভিযোগ আনা হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *