দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী ১০ দিনের মধ্যেই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ, বুধবার একথা জানিয়েছেন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্বকবির প্রতিকৃতিতে মালা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিকের ফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ করে দেওয়া হবে। দু’তিন দিনের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেবে মধ্যশিক্ষা পর্ষদ |
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা গত ৪ মার্চ শেষ হয়। এবারের মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য ১১৫৩ জন প্রধান পরীক্ষক ও ৪১ হাজার পরীক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। পর্ষদ সূত্রে খবর ছিল, অন্যান্য বারের তুলনায় এবার কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এপ্রিলের শেষে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, খুব শিগগির ফল প্রকাশ করা হবে। এবার শিক্ষামন্ত্রীও জানিয়ে দিলেন ফল প্রকাশের সম্ভাব্য দিন।গতবার ৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করেছিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিকের অনলাইনে নম্বর যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত হয়ে গিয়েছে। ফলে মাধ্যমিকের ফল দ্রুত প্রকাশ হতে পারে।