প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসকেএম -এর কার্জন ওয়ার্ড থেকে পালাল পকসো মামলায় বিচারাধীন বন্দি। পাথরপ্রতিমা থানার মামলায় বারুইপুর জেলে বন্দি ছিলেন সূর্যকান্ত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আজ ভোরে কার্জন ওয়ার্ড পালান বছর ৪৭-এর ওই বন্দি।
হাসপাতাল ও আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।চিকিৎসাধীন অবস্থায় এসএসকেএম হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দি। বুধবার ভোরে শৌচালয়ে যাবার নাম করে কোনওভাবে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই বন্দি। ইতিমধ্যে ওই বন্দির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। কীভাবে পালাল তা খতিয়ে দেখা হচ্ছে।হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক বন্দির নাম সূর্যকান্ত মণ্ডল। এসএসকেএম হাসপাতালের কার্জন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। পকসো মামলায় বিচারাধীন ছিলেন সূর্যকান্ত মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার এক মামলায় বারুইপুর জেলে বন্দি ছিলেন সূর্যকান্ত। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওই বন্দির ছবি এবং বিস্তারিত তথ্য রাজ্যের সমস্ত থানাকে পাঠানো হয়েছে। হাসপাতাল ও আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal