প্রসেনজিৎ ধর, কলকাতা :- আড়াই ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। রাজভবনের অদূরেই থাকা বহুতলে বিধ্বংসী আগুন লাগায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে । শরাফ হাউসের আগুনে আলোড়ন পড়ে গিয়েছে খাস কলকাতায়। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সরেজমিনে দেখতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপালও। তাঁর সঙ্গে খানিকক্ষণ কথাও বলেন তিনি। কথা বলেন দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও। এরপর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকে আগুন সংক্রান্ত যাবতীয় আপডেট নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।এদিন সকাল ১০টা নাগাদ ডালহৌসির শরাফ হাউসের তিনতলার উপরের ছাদের একটি বিরাট অংশে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ওই বহুতলে একাধিক অফিস রয়েছে বলে জানা গিয়েছে। ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও বহুতল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলেই খবর।
ভিতরে কারও আটকে থাকার আশঙ্কা নেই। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট করেনি দমকল বাহিনী।রাজভবন থেকেই আগুনের শিখা দেখতে পান রাজ্যপাল। ধোঁয়া বেরতে দেখেই তিনি রাজভবন থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান। নিজেই আগুন নেভানোর কাজে তদাকরি করেন। বিপর্যয়ের খবর পেয়ে উপস্থিত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। দমকল সূত্রে খবর, এই মুহূর্তে ১৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আনা হয়েছে হাইড্রোলিক ল্যাডার।জানা গিয়েছে, গঙ্গার হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। তবে যে জায়গা থেকে আগুন লাগা শুরু হয়েছিল সেই জায়গার আগুন নেভানো গিয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, ভেতরে থাকা সকলকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক বলেন, ভেতরে কেউ আটকে নেই। দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ১ নিরাপত্তারক্ষীর জখম হওয়া ছাড়া হতাহত বা মৃত্যুর কোনও খবর নেই। আহত ব্যক্তি চিকিৎসাধীন। খবর, ৪টি এসি এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। শোনা গিয়েছিল, একটি রাষ্ট্রীয় ব্যাংক থেকেই ছড়িয়ে পড়েছিল আগুন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ছাদে অবস্থিত ক্যান্টিন থেকেই লেগেছে আগুন। তবে কী করে আগুন লাগল তা জানা যায়নি।