দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পরপর দুটো রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড পরিষেবা। শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মেট্রোর তরফে। জানানো হয়েছে, ১২ ও ১৯ জানুয়ারি মেট্রো চলবে না এই রুটে। গ্রিন লাইন ১-এ এখন সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। ওই রুটেই এবার যুক্ত হবে হাওড়া। আর গ্রিন লাইন ২-তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। মেট্রোর তরফে জানানো হয়েছে, সল্টলেক-হাওড়া রুটে ট্রায়াল চলবে। ইন্টারলকিংয়ের কাজ চলবে সম্পূর্ণ লাইনে। সেকারণে রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা।রবিবার এমনিতেই এই লাইনের শিয়ালদহ-সেক্টর ফাইভের মধ্যে পরিষেবা বন্ধ থাকে। আধিকারিকরা জানাচ্ছেন, ইন্টারলকিংয়ের কাজের জন্য সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনে আগামী দুই রবিবার কোনও মেট্রো চলবে না। যেহেতু রবিবার অফিস যাত্রীদের চাপ থাকে না এবং নিত্যযাত্রীদের চাপও খানিকটা কম থাকে, তাই রবিবারই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গিয়েছে, ওই দুই দিন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসির পরীক্ষামূলক প্রয়োগ চলবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক গোটা অংশে ইন্টারলকিং সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ হবে। বউবাজারের বিপর্যয় সামলে দ্রুত গতিতে এখন এগোচ্ছে এসপ্ল্যানেডের সঙ্গে শিয়ালদহ অংশ সংযুক্ত করার কাজ। লাইন পাতার পর তৃতীয় লাইনে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে। আর এবার শুরু হচ্ছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের কাজ।