Breaking News

মদন মিত্রের তৎপরতায় হল না শেষরক্ষা, মেডিক্যালে মৃত্যু এসএসকেএম ফেরত যুবক শুভদীপ পালের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মেডিক্যাল কলেজে মৃত্যু হল শুভদীপ পালের। ন্যাশনাল মেডিক্যাল কলেজের এই ল্যাব অ্যাসিস্ট্যান্টকে ভর্তি করতে গিয়ে এসএসকেএম-এ তুলকালাম করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পথ দুর্ঘটনায় তার মাথা, পা, বুকে আঘাত লাগে। এসএসকেএম হাসপাতালে শুভদীপকে ভর্তি করতে গিয়ে মদন মিত্রের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্বব্যবহারের অভিযোগ ওঠে।

সে নো টু পিজি বলে স্লোগানও তুলেছিলেন মদন মিত্র। ফেসবুকে শুভদীপের মৃত্যুর খবর জানিয়েছেন মদন। সঙ্গে জানিয়েছেন, মঙ্গলবার সমস্ত কর্মসূচি বাতিল করলেন তিনি।কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শুভদীপের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে শুভদীপকে SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানোর চেষ্টা করেন মদন মিত্র। কিন্তু ভেন্টিলেটর খালি না থাকায় ব্যর্থ হন তিনি। এই নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সঙ্গে দলের বিরুদ্ধেও একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করে এসএসকেএম হাসপাতাল। পরদিন আহত যুবককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা হয়। শুভদীপের চিকিৎসায় ১১ সদস্যের মেডিক্যাল টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রথম থেকেই আশার আলো দেখতে পাচ্ছিলেন না চিকিৎসকরা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মৃত্যু হয়েছে শুভদীপের। ন্যাশনাল মেডিক্যাল কলেজের ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন ২৪ বছরের এই যুবক। তাঁর মৃত্যুতে বিমর্ষ বিধায়ক মদন মিত্রও।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *