দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চাকরির দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলনে এসএলএসটির বঞ্চিত চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার ৮০০ দিনে পড়ল নবম-দশম ও একাদশ-দ্বাদশের এসএলএসটির চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ| এদিন সকালে তাঁরা কালীঘাট মন্দিরে পুজো দেন। তারা বলেন, তারা পরীক্ষা সদিয়ে পাশ করেছে। যোগ্য হওয়াক সত্ত্বেও আজকে স্কুলে পড়ানোর বদলে রাস্তায় বসে আন্দোলন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কাতর আর্তি আন্দোলনরত চাকরিপ্রার্থীদের।
মুখ্যমন্ত্রী যেন তাদের আর্জি শোনেন যোগ্য চাকরিপ্রার্থীদের যেন দ্রুত নিয়োগের ব্যবস্থা করেন।আন্দোলনের ৮০০তম দিনে মমতা বন্দোপাধ্যায়ের দৃষ্টি আর্কষণ করতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে চাকরিপ্রার্থীদের রক্ত দিয়ে চিঠি লিখছেন তাঁরা। মুখে কালি মেখে প্রতিবাদ করছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার কালীঘাটে পুজো দেন সেই ২০১৬ সালের এসএলএসটির চাকরিপ্রার্থীরা। আশা একটাই, এবার হয়তো ঠাকুর মুখ তুলে চাইবেন। পুজো দিয়ে ফিরে ফের গান্ধীমূর্তির পাদদেশে ‘অন্ন চাই’. ‘চাকরি চাই’ পোস্টার নিয়ে ধরনায় বসেন তাঁরা। হাতে ধরা ব্যানারে আটকানো ছিল রুটি। তাঁদের দাবি একটাই, ৮০০ দিন আতিক্রান্ত। এবার অন্তত মুখ্যমন্ত্রী তাঁদের নিয়োগের কথা ভেবে দেখুন। পুজো সেরে চাকরিপ্রার্থীরা জানান, “আমরা যোগ্য চাকরিপ্রার্থী। পরীক্ষা দিয়ে পাশ করেছি। কিন্তু দুর্নীতির কারণে নিয়োগ মেলেনি। এখন আইনের যাঁতাকলে পিষছি আমরা। সমস্যার সমাধান করে দ্রুত নিয়োগের আশায় কালীঘাটে পুজো দিয়ে এসেছি।”সেখান থেকে ফিরে ফের গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেন তাঁরা। হাতে ধরা পোস্টার-ব্যানারে লেখা, ‘অন্ন চাই’, ‘নিয়োগ চাই’, ‘কর্মসংস্থান চাই’, ‘বাঁচার অধিকার চাই’। ব্য়ানারের মধ্য়ে আটকানো রুটি, জলের গ্লাস। আন্দোলনকারীদের দাবি, “এভাবেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা।” মুখে কালি মেখে, খালি গায়ে প্রতিবাদে বসেছেন তাঁরা। এমনকী, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে রক্ত দিয়ে চিঠিও লেখেন।