প্রসেনজিৎ ধর, কলকাতা :- অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাতের জন্য জেল থেকে ৪ ঘণ্টার জন্য মুক্তি পেতে চলেছেন সারদাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। প্রায় ১০ বছর পর জেল থেকে বেরোবেন তিনি। সূত্রের খবর, দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়ের একাধিক শারীরিক উপসর্গ দেখা দিয়েছে। তাই তাঁকে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। ৫ জুন তিনি জেল থেকে বাড়ি যাবেন।
প্যারোলে দেবযানীর মুক্তিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার পরিকল্পনা করেছে পুলিশ।সারদা মামলায় ২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তাঁর ছায়াসঙ্গী দেবযানী মুখোপাধ্যায়। পরের বছর অর্থাৎ ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত হন দেবযানী। গত ১০ বছরে একাধিকবার জামিনের আবেদন করলেও, জামিন মেলেনি। তিনি রাজ্যের সমস্ত মামলা থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছিলেন। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। দমদম সেন্ট্রাল জেলে নার্সের কাজ করেন দেবযানী। বন্দিদের ডায়েট, কোনও বন্দির চোট লাগলে দ্রুত ব্যান্ডেজ বেঁধে দেওয়া, ওষুধ দেওয়ার মতো নার্সিংয়ের কাজ করেন তিনি। সঙ্গে ইংরাজিও পড়ান। জেলে ভাল আচরণের জন্য এর আগে কর্তৃপক্ষের প্রশংসাও জুটেছে। সেই ভাল আচরণও প্যারোলের অনুমতি পাওয়ার কারণ হতে পারে।সারদাকাণ্ডে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে অন্যতম অভিযুক্ত ছিলেন দেবযানী মুখোপাধ্যায়। গত সেপ্টেম্বরে দেবযানীর মা শর্বরী দেবী অভিযোগ করেন, জেলে গিয়ে সিআইডি আধিকারিকরা দেবযানীকে শুভেন্দু অধিকারীসহ অন্যান্য নেতাদের নাম বলার জন্য চাপ দিচ্ছে। যদিও বিবৃতি দিয়ে এই অভিযোগ খারিজ করে সিআইডি। সারদাকর্তা সুদীপ্ত সেনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দেবযানী। রিসেপশনিস্ট থেকে সারদার শীর্ষপদে তাঁর উত্থানও ছিল নজরকাড়া।