দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লোকসভা ভোটের আগে এই পঞ্চায়েত ভোট উত্তরবঙ্গে তৃণমূলের কাছে ছিল অনেক অ্যাসিড টেস্টের মত। আর সেই অ্যাসিড টেস্টে সফল তৃণমূল। পঞ্চায়েত ভোটেই উত্তরবঙ্গের হারানো জমি অনেকাংশে পুনরুদ্ধারের সক্ষম তৃণমূল। উত্তরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর- সর্বত্রই এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যুকে করে মাঠে নেমেছিল বিজেপি। সভা, সমাবেশে দেদার কুকথা থেকে শুরু করে দুর্নীতি নিয়ে কড়া ভাষায় বিঁধেছিলেন বিজেপি নেতারা। পরিবর্তে উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে নিয়ে মানুষের দুয়ারে ঘুরে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ, মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরতে শুরু করতেই হতাশা নেমে এল রাজ্য বিজেপির অন্দরে। কারণ যে উত্তরবঙ্গের উপরে সবচেয়ে বেশি ভরসা করেছিল বিজেপি সেখানেই খারাপ পরিস্থিতি দেখতে পেলেন তাঁরা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক ফলেই তাঁরা বুঝতে পেরেছেন জেলা পরিষদ পাওয়ার আশা ক্ষীণ।
- একনজরে গ্রাম পঞ্চায়েতের পরিসংখ্যান:
আলিপুরদুয়ার (৫১৩/১২৫২)
তৃণমূল- ৩৪৫
বিজেপি- ১৩৬
বাম- ১৬
কংগ্রেস- ৩
অন্যান্য- ১১
জলপাইগুড়ি (৪৪৮/১৭০১)
তৃণমূল- ২৮৬
বিজেপি- ১২৮
বাম- ২২
অন্যান্য- ২২
উত্তর দিনাজপুর (১৪৪/২২২০)
তৃণমূল- ৯৩
বিজেপি- ২৬
বাম- ১৩
কংগ্রেস- ৭
অন্যান্য- ৫
দক্ষিণ দিনাজপুর (৪৭৯/১৩০৮)
তৃণমূল- ৩১১
বিজেপি- ১০৬
বাম- ৫৫
অন্যান্য-৩
কোচবিহার (১২২৮/২০০৭)
তৃণমূল- ৮৬০
বিজেপি- ৩২৯
বাম- ১৫
কংগ্রেস- ১২
অন্যান্য- ১২
ফলে এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট অনেকখানি এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে বিজেপি নেমে এসেছে দ্বিতীয় স্থানে। ওদিকে বাম তৃতীয় স্থানে।