Breaking News

মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়া, ৭ প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়া। জেলার ৭ প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। বুধবার তাঁদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবারই গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। এবার বাঁকুড়া জেলায় চাকরি পেয়েছেন এমন ৭ প্রাথমিক শিক্ষককে তলব করা হয়েছে।সূত্রের খবর, ইতিমধ্যে বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা তৈরি করছে সিবিআই। ইতিমধ্যেই সেইসব অযোগ্য শিক্ষকদের তলবের প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। সোমবারই টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পাওয়ায় গ্রেফতার হন চার প্রাথমিক শিক্ষক। ধৃত চারজনই মুর্শিদাবাদের বাসিন্দা। নিয়োগ দুর্নীতিতে এই প্রথম টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শিক্ষকদের। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের এজলাসে ওই চারজনকে হাজিরা দিয়ে বলা হয়েছিল। তারপরই বিচারকের নির্দেশে তাঁদের গ্রেফতার করা হয়।
ধৃত চারজন হলেন সৌগত মণ্ডল, জাহিরউদ্দিন শেখ, সায়গল হোসেন ও সিমার হোসেন। আদালত তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সিবিআই চার্জশিটে ওই শিক্ষকদের সাক্ষী হিসেবে উল্লেখ করেছিল। বিচারক বলেন, এরা সেই লোক যাদের জন্য আজ এত মানুষ ভুগছে।এর আগে একাধিকবার দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি’কে আদালতের তোপের মুখে পড়তে হয়। আদালতের প্রশ্ন ছিল, যাঁরা বেআইনিভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? কখনও নিম্ন আদালতে, আবার কখনও হাইকোর্টে এই প্রশ্নে জেরবার হতে হয় ইডি, সিবিআইকে। তাদের আইনজীবীরা স্বীকার করে নেন, এমন শিক্ষকদের চিহ্নিত করতে সময় লাগছে। অনেককে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা চলছে। গোটা প্রক্রিয়াই সময়সাপেক্ষ। আদালত বলে, অবিলম্বে ওই শিক্ষকদেরও গ্রেফতার করতে হবে। জানা গিয়েছে, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষার্থী ছিলেন বাঁকুড়ার ৭ সাতজন। ২০২১ সালে চাকরি পেয়েছিলেন তাঁরা। অভিযোগ, অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগ পেয়েছেন। সেই সূত্র ধরেই তাঁদের এবার ডেকে পাঠাল সিবিআই। বিভিন্ন জেলা থেকে এধরনের শিক্ষকদের তলব করছে সিবিআই। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। এবার এই সাতজনকে তলব করল সিবিআই। তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে খবর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *