দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের রাজ্যে করোনা পজিটিভ রোগীর মৃত্যু। এর আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এবার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্য়ু হল এক মহিলার। মৃতের নাম সোনালি সরকার। ৪১ বছর বয়স। দক্ষিণ ২৪ পরগনার বড়িয়া বাসিন্দা ছিলেন তিনি। গত ২ অগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গত ৭ অগস্ট মৃত্যু হয় তাঁর। গত ৭ তারিখ বিকেলে মারা যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, সোনালিদেবীর শরীরে নানা সমস্যা ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।এই খবর এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাতে কলকাতাবাসী আতঙ্কে ভুগতে শুরু করেছেন। আবার কি মাস্ক পরতে হবে? হাত ধুতে হবে কি স্যানিটাইজার দিয়ে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে শহরে।অন্যদিকে গত সপ্তাহেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন কোভিড পজিটিভ রোগীর মৃত্যু হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, অনেকেই এখন হাসপাতালে কোভিড নিয়ে চিকিৎসাধীন। বুধবারই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)|করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে সতর্ক করেছে। ইজি.৫ নামে কোভিডের নয়া স্ট্রেন বিশ্বজুড়ে থাবা বসাতে পারে এবং সংক্রমণের হার বাড়াতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তারা। তারপরই এমন সব ঘটনা ঘটায় আতঙ্ক বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা মনে করছেন, কোমর্বিডিটি থাকলেও করোনারভাইরাস শরীরে থাকায় অন্যান্য রোগের সঙ্গে মোকাবিলা করতে পারছেন না রোগীরা। তাই সহজেই আক্রান্ত হয়ে পড়ছেন তাঁরা। এমনকী মৃত্যুরও কারণ দেখা দিয়েছে।