প্রসেনজিৎ ধর, কলকাতা :- সিবিআই তদন্ত চলবে, পোস্টিং দুর্নীতি মামলায় এবার যুক্ত করা হল ইডি-কেও | হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ,প্রয়োজনে ৩৫০ জন অভিযুক্ত শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।পোস্টিং দুর্নীতির মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। মামলায় যুক্ত করা হল ইডিকে। তদন্তকারী সংস্থা প্রয়োজন মনে করলে ৩৫০ জন শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। শুক্রবার কলকাতা হাইকোর্টে পোস্টিং দুর্নীতি মামলার শুনানিতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি এদিন স্পষ্ট করে দেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তাঁদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।এদিনের শুনানিতে এই মামলায় ইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিমকোর্ট নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা তদন্ত চালিয়ে যেতে পারবে। অভিযুক্ত শিক্ষকরা চাইলে মামলার নথি সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে বাংলা ও ইংরাজি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। সেখানে মামলা ও মামলাকারীর নম্বর থাকবে। বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, যদি এই প্রক্রিয়া করতে হয়, তাহলে সাত দিনের মধ্যেই করতে হবে। আগামী ২৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।অভিযোগ, ২০২০ সালে বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ এ বীরভূমের যাঁরা প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে চাকরি পান, কাউন্সেলিংয়ে তাঁদের জানতে চাওয়া হয়, কোন জেলায় পোস্টিং চান?বেশিরভাগ চাকরিপ্রার্থীই নিজের জেলাতেই পোস্টিং চেয়েছিলেন। কিন্তু তখন তাদের বলা হয়, সংশ্লিষ্ট জেলায় কোনও পদ খালি নেই। অথচ কিছুদিন পরে ওই জেলায় পদ খালি হয়ে যায়। এমনকী, সেই পদে নিয়োগও হয়ে যায় | হাইকোর্টের পোস্টিং দুর্নীতি মামলার তদন্তে নেমেছে সিবিআই। শুধু তাই নয়, প্রায় যুদ্ধকালীন তৎপরতায় দু’দফায় মানিক ভট্টাচার্যকে জেরাও করেছেন তদন্তারীরা। এই মামলায় আর্থিক লেনদেন বিষয়ে তদন্ত করবে ইডি।