প্রসেনজিৎ ধর,কলকাতা :-বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ঝড় তোলার মতো রায় দিল কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে উচ্চ প্রাথমিক পার্শ্বশিক্ষকরা প্রাথমিক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই বলে সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে উচ্চ প্রাথমিকের প্যারা টিচাররা যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।বুধবার দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২২ নিয়োগে উচ্চপ্রাথমিকের প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকরা আর প্রাইমারি প্যারাটিচার নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল উচ্চপ্রাথমিকের পার্শ্বশিক্ষকদেরও পরীক্ষায় অংশ গ্রহণ করতে দিতে হবে। এদিন সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, দু’টি আলাদা প্রক্রিয়া। সেই কারণে পূর্ববর্তী সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করা হয়েছে। স্বাভাবিকভাবে আদালতের এই রায়ে বিপাকে বহু নিয়োগপ্রার্থী।প্রসঙ্গত, ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিতে গিয়ে মন্তব্য করেছিলেন, “প্রাথমিক শিক্ষক নিয়োগ আইনে এমন কোনও নির্দেশিকা নেই যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির পার্শ্বশিক্ষককে নিয়োগ করা যায় না।” তাই বিচারপতি নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির প্যারাটিচারদের ১০ শতাংশকে সুযোগ দিতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal