প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুলিশ আবাসন থেকে উদ্ধার হল ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে কাশীপুরে পুলিশ আবাসন থেকে সৌরভ দত্ত নামে ওই ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ট্রাফিক সার্জেন্টর ইস্ট ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার সকালে কাশীপুরের কাছে পুলিশ আবাসন থেকে উদ্ধার করা হয়েছে দেহ। রহস্যমৃত্যুর কারণ কী, খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা করে থাকলে কেন এই পদক্ষেপ করেছেন, তা-ও দেখা হচ্ছে। ওই সার্জেন্টের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।শুক্রবার সকালে থানায় কাজে যোগদান করেননি সৌরভবাবু। এরপর তাঁক সঙ্গে ফোনে যোগাযোগ করা শুরু করেন সহকর্মীরা। ফোন বেজে গেলেও ধরেনি কেউ। এর পর কয়েকজন পুলিশ কর্মী কলকাতা পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসনে সৌরভবাবুর কোয়ার্টারে গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। দেখতে পান ছাদের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ওই সার্জেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সৌরভবাবু। তবে কেন তিনি আত্মঘাতী হলেন তা স্পষ্ট নয়। পেশাগত সমস্যা, না পারিবারিক বিবাদ, কী কারণে আত্মঘাতী হলেন এই পুলিশকর্মী তা জানার চেষ্টা করছে কাশীপুর থানা।