Breaking News

এবিভিপি-র ‘র‌্যাগিংমুক্ত JU’-র মিছিল ঘিরে ধুন্ধুমার!পুলিশের সঙ্গে ধস্তাধস্তি,আটক বিক্ষোভকারীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে এবিভিপি-র মিছিলকে কেন্দ্র করে যাদবপুর থানার সামনে ধুন্ধুমার কাণ্ড |পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতিতে জড়ালেন এবিভিপি সমর্থকরা | এবিভিপি সমর্থকদের আটকও করে পুলিশ | ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় যাদবপুর থানা চত্বরে |এদিন যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদেই গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা৷ সেই মিছিলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপি-র শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা৷ সেই মিছিল শুরুর আগেই গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করার প্রস্তুতি নেয় বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি৷র‌্যাগিংমুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই দাবিতে এবিভিপি-র মিছিল ঘিরে ধুন্ধুমার রাজপথ। দফায় দফায় পুলিশি বাধা, পুলিশ কর্মীদের সঙ্গে এবিভিপি কর্মীদের ধস্তাধস্তি, তা নিয়ে চরম উত্তেজনা। রীতিমতো চ্যাঙদোলা করে এবিভিপি- কর্মীদের মিছিল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পুলিশ তাঁদের পথ আটকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশও লাঠি উঁচিয়ে তেড়ে যায়।যাদবপুর থানা সংলগ্ন মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রথম থেকে শান্তিপূর্ণ ভাবে মিছিল শুরু হয় গোলপার্ক থেকে। মিছিলের শুরুতে পথ আটকায় পুলিশ। তখনই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তখন বাকি বিক্ষোভকারীরা দৌড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে এগোতে থাকেন। মিছিল যখন যাদবপুর থানার সামনে পৌঁছয়, তখন সেখানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ।পরিস্থিতি কিছুটা থিতু হলেই কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় দফায় মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে আসার চেষ্টা করে। আবারও উত্তেজনা ছড়ায়। যাদবপুর থানার মোড়ে আবারও পুলিশি বাধার মুখে পড়ে মিছিল। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *