Breaking News

চাকরির দাবিতে হাজরায় গ্রুপ-ডি চাকরি প্রার্থীদের আন্দোলনে ফের উত্তাল রাজপথ!অসুস্থ বেশ কয়েকজন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দ্রুত নিয়োগের দাবিতে হাজরায় যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখালেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৭ সালে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেলেও এখনও নিয়োগপ্রক্রিয়া শুরু হয়নি। রাজ্যের শিক্ষা দফতরে ‘দুর্নীতি’র কারণেই তাঁরা চাকরি থেকে বঞ্চিত বলে দাবি চাকরিপ্রার্থীদের। পুলিশ অবশ্য বিক্ষোভকারীদের টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে যায়। কাউকে কাউকে প্রিজ়ন ভ্যানে তুলেও নিয়ে যাওয়া হয়।শনিবার দুপুরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের কর্মসূচি ছিল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। খবর পেয়ে তৈরি ছিল পুলিশও। আন্দোলনকারীরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে বেরোতেই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। টেনে হিঁচড়ে পশুর মতো তাঁদের প্রজন ভ্যানে তোলার চেষ্টা করেন পুলিশকর্মীরা। তবে পুলিশের পেশিশক্তির সামনে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এরই মধ্যে চিৎকার করে এক চাকরিপ্রার্থী বলতে থাকেন, চাকরি চুরি করে নবান্নে বসে আছেন মুখ্যমন্ত্রী। আর আমাদের ওপর পুলিশ লেলিয়ে দিয়েছেন। আরেকজনকে বলতে শোনা যায়, ৬ বছর ধরে নিয়োগের দাবিতে অনেক আন্দোলন করেছি। আর পারছি না দাদা। এসবের মধ্যেই টানা-হেঁচড়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। এক সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।বেশ কিছু সময় বিক্ষোভ দেখানোর পর কার্যত টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয় বিক্ষোভকারীদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *