নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- দৃষ্টিহীনদের হোমে দুই নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে আসতেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই এই ঘটনায় হোমের মালিক, প্রিন্সিপাল এবং সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ। সেফ হোমের ভিতরে ওই দুই নাবালিকাকে ১০ বছর ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। হরিদেবপুরে অবস্থিত ওই হোমে মূলত দৃষ্টিহীনদেরকেই রাখা হত। পুলিশ সূত্রে খবর, গত ১০ বছর ধরে হোমে দুই নাবালিকাকে লাগাতার ধর্ষণ করা হচ্ছিল। শ্লীলতাহানি করা হচ্ছিল আরও এক নাবালিকাকে। হরিদেবপুরের হোমটি চালায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের মাধ্যমেই শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানায় তিন নাবালিকা। সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে হোমে অভিযান চালায় পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, হোমের বাকি আবাসিকদের অন্য হোমে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নাবালিকাকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে |
এর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে মনে করছে পুলিশ। যদিও এই ঘটনায় ধৃত প্রিন্সিপাল হলেন মহিলা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিষয়টি জানার পরেও কোনও ব্যবস্থা নেননি, চুপ করে ছিলেন। অন্যদিকে, সেক্রেটারি নাম হল জীবেশ দত্ত। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal